বালুরঘাট, ২৪ জুলাই : পুলিশ মানেই ভয়ভীতি, এমন কিন্তু নয়। তারাও মানবিক। আজ পুলিশের মানবিক মুখের সাক্ষী থাকল বালুরঘাটবাসী। অসুস্থ ছাত্রীকে পিঠে নিয়ে হাসপাতালে গেলেন OC শিপ্রা রায়।
মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দিতে এসে অসুস্থ হয়ে পড়েছিল এক ছাত্রী। ওই অবস্থায় বালুরঘাট মহিলা থানার OC শিপ্রা রায় নিজেই তাকে পিঠে তুলে নিয়ে ছুটলেন হাসপাতালে। করলেন চিকিৎসার সবরকম ব্যবস্থা। বর্তমানে নাম জানতে না পারা ওই ছাত্রীটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন OC শিপ্রা রায়।
জানা গেছে, বালুরঘাট রমেশচন্দ্র দত্ত গার্লস হাইস্কুলে দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে মিড ডে মিল। স্কুলে নেই বিদ্যুৎ। নষ্ট হয়েছে স্কুলের পঠনপাঠনের পরিবেশ। এইসব বিষয়গুলি নিয়ে আজ জেলাশাসকের স্মরণাপন্ন হয় ওই স্কুলের ছাত্রীরা। জেলাশাসককে না পেয়ে মহকুমাশাসকের কাছে নিজেদের অভিযোগ জানায় তারা।
ঠিক সেই সময় মাথা ঘুরে পড়ে যায় এক ছাত্রী। বিষয়টি নজরে আসে বালুরঘাট মহিলা থানার OC শিপ্রা রায়ের। কোনও কিছু না ভেবে ছুটে যান ছাত্রীটির কাছে। অসুস্থ ওই ছাত্রীকে এক নিমেষে তুলে নেন পিঠে। ছুটে বাইরে বেরিয়ে আসেন। ইতিমধ্যে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থানে আসে একটি পুলিশ ভ্যান। পুলিশ ভ্যানে অসুস্থ ওই ছাত্রীকে তুলে সোজা চলে যান বালুরঘাট হাসপাতালে। সেখানে ডাক্তার দেখিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রীটি সুস্থ আছে। পরে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। পুলিশের এমন মানবিক মুখ দেখে তাক লেগে গেছে অনেকের। শিপ্রাদেবীকে বাহবা দিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রশংসা পেয়েছেন স্থানীয়দের।
এবিষয়ে বালুরঘাট মহিলা থানার OC শিপ্রা রায়ের কথায়, হঠাৎ ছাত্রীটিকে অসুস্থ হয়ে পড়তে দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি নিজের কর্তব্যটুকু করেছেন মাত্র। তাঁর জায়গায় অন্য কেউ থাকলে তিনিও এটাই করতেন।
সূত্রঃ- EenaduIndia
Reviewed by Dhuliyan City
on
11:13
Rating:
No comments: