টানা বৃষ্টিতে ভাগীরথীর জলস্তর বাড়তেই ফরাক্কার মহেশপুরে শুরু হয়েছে গঙ্গা ভাঙন।

ফরাক্কা, ২৫ জুলাই : টানা বৃষ্টিতে ভাগীরথীর জলস্তর বাড়তেই ফরাক্কার মহেশপুরে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। পাড় ধস গিয়ে বেশ কয়েকটি বাড়ি বিপজ্জনকভাবে ঝুলতে দেখা গেছে। এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভাঙন প্রতিরোধে বালির বস্তা দিয়ে পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছে আজ থেকে। দুর্গত পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র।
টানা বৃষ্টিতে মুর্শিদাবাদের নদীগুলির জল বাড়তে শুরু করেছে গতকাল থেকে। এরমধ্যে দ্বারকা ও ব্রাহ্মণী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কুয়ো নদীর জলেও বিপর্যস্ত সংলগ্ন কয়েকটি গ্রামের মানুষ। 

 গতকাল রাত থেকে বাড়তে শুরু করেছে ভাগীরথীর জলস্তর। জল বাড়তেই পাড়ে ধস নামতে শুরু করেছে। মহেশপুর, জিয়াগঞ্জ থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় বড় বড় ধস নেমেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মহেশপুরের বাসিন্দারা। খবর পেয়েই এলাকা পরিদর্শনে যান স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা। তড়িঘড়ি পাড় বাঁধানোর কাজ শুরু করে প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে। তবে মহেশপুরে প্রশাসনিক তৎপরতা দেখা গেলেও বাকি দুর্গত এলাকায় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় মানুষ। বহু জায়গায় এখনও প্রশাসনের কর্তা বা ত্রাণ না পৌঁছনোর অভিযোগ উঠেছে।

সূত্র:-Eenaduindia

টানা বৃষ্টিতে ভাগীরথীর জলস্তর বাড়তেই ফরাক্কার মহেশপুরে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। টানা বৃষ্টিতে ভাগীরথীর জলস্তর বাড়তেই ফরাক্কার মহেশপুরে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। Reviewed by Dhuliyan City on 10:26 Rating: 5

No comments:

Powered by Blogger.