নয়াদিল্লি: দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান! অবশেষে ভারতীয় সেনার হাতে এলো ৭৫০০ টি বুলেটপ্রুফ হেলমেট৷ সেনা সূত্রের খবর, ২০১৭-র শেষের মধ্যে সংখ্যাটা হবে ৩০ হাজার ও ২০১৯-এর মাঝামাঝি প্রায় এক লাখ বুলেট প্রুফ হেলমেট মাথায় উঠবে ভারতীয় সেনার বীর জওয়ানদের৷
১,৫৮,২৭৯ টি বুলেট প্রুফ হেলমেট তৈরির বরাদ দেওয়া হয়েছে কানপুরের এমকেইউ নামের একটি সংস্থাকে৷ খরচ পড়ছে প্রায় ১৭০ কোটি টাকা৷ গোটা বিশ্বেই বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট তৈরি করে পাঠায় এই সংস্থা। ৯ এমএম পিস্তলের গুলি আটকাতে সক্ষম এই হেলমেট। এর মধ্যে বেশ কিছু হেলমেটে থাকবে কমিউনিকেশন ডিভাইস।
এক দশকেরও বেশি আগে ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের মাথায় ছিল ইজরায়েলি OR-201 হেলমেট। এছাড়া অন্যান্য জওয়ানদের মাথায় থাকত সাধারণ হেলমেট যা ওজনে ভারি এবং আরামদায়ক নয়। যার ওজন ছিল আড়াই কেজিরও বেশি। গত বছরের মার্চ মাসে জরুরিকালীন তৎপরতায় এক বিশেষ কন্ট্রাক্ট স্বাক্ষর করে ভারত। ৫০,০০০ বুলেটপ্রুফ জ্যাকেট কেনার চুক্তি হয়।
Reviewed by Dhuliyan City
on
23:59
Rating:
No comments: