আজ রাষ্ট্রপতি নির্বাচন

দিল্লি, ১৭ জুলাই : আজ রাষ্ট্রপতি নির্বাচন। দিল্লির সংসদ ভবনে সাংসদরা ও প্রতিটি রাজ্যের বিধানসভায় বিধায়করা ভোট দেবেন। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইটা মূলত রামনাথ কোবিন্দ ও মীরা কুমারের মধ্যে।

রামনাথ কোবিন্দ NDA তথা কেন্দ্রের শাসকদলের রাষ্ট্রপতি পদপ্রার্থী। মীরা কুমার কংগ্রেস সহ বিরোধীদের পদপ্রার্থী। ভোট গণনা হবে ২০ জুলাই। বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে ২০ জুলাই। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ তারিখ।

এখনও পর্যন্ত সংখ্যাতত্ত্বের দিক থেকে এগিয়ে রয়েছেন রামনাথ কোবিন্দ। BJP এবং তার সহযোগী দলগুলির সাংসদ ও বিধায়কদের ভোট ধরলে প্রয়োজনীয় সংখ্যার কাছাকাছি রয়েছেন তিনি। তার উপর বিরোধী দল হলেও নীতীশ কুমারের JD(U) ঘোষণা করেছে, তারা রামনাথ কোবিন্দকে সমর্থন করবেন।

আরও পড়ুন : আপনিও হতে পারেন রাষ্ট্রপতি, জেনে নিন নিয়মকানুন
তবে যিনিই জিতুন, দলিত সম্প্রদায়ের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে পা রাখবেন রাইসিনা হিলসে। ১৯৯৭ সালের ২৫ জুলাই প্রথম দলিত রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলসে পা রেখেছিলেন কে আর নারায়ণন।

আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনে নতুন পেনে ভোটদান, জেনে নিন আরও নিয়মকানুন

সাধারণ নির্বাচনের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের পার্থক্য রয়েছে। সাধারণ নির্বাচনে একটি ভোটের মূল্য ১। কিন্তু, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদাতাদের ভোটের মূল্য এক জটিল পদ্ধতিতে নির্ধারিত হয়। লোকসভা ও রাজ্যসভার সদস্য যাঁরা, তাঁদের একেকজনের ভোটের মূল্য ৭০৮। রাজ্য বিধানসভার সদস্যদের ভোটের মূল্য নির্ধারিত হয় সেই রাজ্যের বিধানসভার মোট আসন ও জনসংখ্যার নিরিখে। সবচেয়ে বেশি ভোটমূল্য উত্তরপ্রদেশের বিধায়কদের, ২০৮। সবচেয়ে কম সিকিম ও অরুণাচলপ্রদেশের বিধায়কদের। মাত্র ৮। এবারের ভোটে সাংসদরা ভোট দেবেন সবুজ ব্যালটে। বিধায়কদের ব্যালটের রং গোলাপী। সংসদে রাষ্ট্রপতি নির্বাচিত সদস্যরা এই ভোটে অংশ নিতে পারেন না।


সূত্রঃ- নিউজ

আজ রাষ্ট্রপতি নির্বাচন আজ রাষ্ট্রপতি নির্বাচন Reviewed by Dhuliyan City on 20:02 Rating: 5

No comments:

Powered by Blogger.