চাঁদা তুলে বাঁসের ব্রিজ গড়ল বসন্তপুর গ্রামে


সুতি 2নম্বর ব্লকের মহিশালিপুর গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রামে চাঁদা তুলে বাঁশের মাচা তৈরি করছে গ্রামবাসীরা ।প্রায় দেড়শো ফুট দৈর্ঘ্যের এবং সাত ফুট চওড়া বাঁশের মাচা তৈরি করছেন ।বসন্তপুর গ্রামে তিন হাজার জনসংখ্যা ।465 পরিবার ।পরিবারপিছু200 টাকা করে এবং গ্রামে 70 মোটরবাইক প্রতি 200 টাকা করে চাঁদা তোলা হয়।আনুমানিক এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওঠে ।সেই গ্রামের বাসিন্দা সঞ্জয় কুমার মন্ডল বলেন -আমরা গ্রামবাসীরাএকটি গ্রামসভা করে এ বিষয়টি আলোচনা করি।সেখানে সকলের মত নিয়ে চাঁদা তোলা শুরু করি।সাঁকো তৈরির কাজ শুরু হলে পাশের রামডোবা গ্রামের বাসিন্দারা বাঁশ দিয়ে সাহায্য করে ।গ্রামবাসীদের এই উদ্যোগ দেখে বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও হাজার টাকা করে চাঁদা দেন।প্রধান শিক্ষক বসিরউদ্দিন সেখ বলেন গ্রামবাসীদের এই উদ্যোগে সামিল হতে আমরাও হাজার টাকা করে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিই।সেই গ্রামেরই অভিরাম মন্ডল বলেন – এর আগে প্রশাসনকেআমাদের অসুবিধার কথা জানিয়েছি,ভোট বয়কটও করেছি।তবু কোনও সুরাহা না হওয়ায় শেষপর্যন্ত বাঁচার আশায়            

ছবি ও তথ্য -কমল মজুমদার
  Ntvwb

চাঁদা তুলে বাঁসের ব্রিজ গড়ল বসন্তপুর গ্রামে চাঁদা তুলে বাঁসের ব্রিজ গড়ল বসন্তপুর গ্রামে Reviewed by Dhuliyan City on 08:27 Rating: 5

No comments:

Powered by Blogger.