কর্মহীন বিড়ি শ্রমিক ।

ধুলিয়ান ২৬ জুলাই :- জেলায় প্রায় দশ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছেন সরকারী ভাবে।  বেসরকারী মতে ,সংখ্যাটা আরও বেশি।মূলত বিড়ি শিল্পের উপর দাড়িয়ে  আছে মুর্শিদাবাদ জেলার অর্থনৈতিক  বুনিয়াদ। আবার বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকের মধ্যে এক - তৃতীয়াংশ মহিলা । অধিকাংশ বিড়ি কারখানা বন্ধের মুখে।  মুর্শিদাবাদ জেলার মধ্যে সব থেকে বেশি বিড়ি কারখানা রয়েছে জঙ্গিপুর মহকুমায়। কেন্দ্রীয় সরকার ১ জুলাই থেকে দেশজুড়ে চালু করেছে জিএসটি। পণ্যের ওপর অতিরিক্ত শুক্ল লাঘু হওয়ার ফলে মুর্শিদাবাদের অর্থনৈতিক বুনিয়াদে ধাক্কা লেগেছে।  সঙ্কটের কবলে পরেছে এই জেলার বিড়ি শিল্প।  নতুন জিএসটি আইনে বিড়ি শিল্পের শুক্ল 
১৬.৪৮ থেকে একধাপে বেড়েছে ২৮ শতাংস হয়েছে।  এর ফলে বিড়ি উৎপাদনে খরচ বাড়ার ফলে বাজারে তার প্রভাব পরেছে।  চাহিদা একধাপে অনেক কমে গিয়েছে। নতুন করে কর্মহীন হওয়ার আশাঙ্কা দেখা দিয়েছে বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের।
নতুন পদ্ধতির ফলে বেকায়দায় বিড়ি কারখানার মালিকরা।  অধিকাংশ বিড়ি কারখানা বন্ধের মুখে।

কর্মহীন বিড়ি শ্রমিক । কর্মহীন বিড়ি শ্রমিক । Reviewed by Dhuliyan City on 10:09 Rating: 5

No comments:

Powered by Blogger.