টিপটিপ_বৃষ্টিতেই_নাজেহাল_অবস্থা_ধুলিয়ান_অনুপনগর_হাসপাতালের

ধুলিয়ান ৩ জুলাই :- ধুলিয়ান অনুপনগর হাসপাতাল , টিপটিপ করে শুরু হয়েছে আষাঢ়ে বৃষ্টি। কখনো থামছে তো আবার কখনো শুরু হচ্ছে। আর তাতেই ভাসছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।গতানুগতিক ঐতিহ্য বজায় রেখে এবারও অল্প বৃষ্টিতেই ভাসছে হাসপাতাল।এমনই চিত্র সামসেরগঞ্জ ব্লকের ধুলিয়ান অনুপনগর হাসপাতালের অবস্থা।গতকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় এই অনুপনগর হাসপাতালে যাতায়াত করা একেবারে অযোগ্য হয়ে পড়েছে রোগীদের  । এমনিতেই একটু বৃষ্টি হলেই হাসপাতালেরর অাশে পাশে জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। হাসপাতালের এ অবস্থা নিয়ে যদিও হাসপাতালে  কর্তৃপক্ষের বক্তব্য, কিছুদিন থেকে রাজ্য সরকারের তত্বাবধানে বিধায়ক আমিরুল ইসলামের উদ্যোগে অনুপনগর হাসপাতালের সম্প্রসারণ এর কাজ চলছে, সেই সাথে হাসপাতালকে ১০০ শয্যার বেডে রুপান্তরিত করতে বিভিন্ন রকম কাজ হচ্ছে, তাই এই জল জমা সাময়িক। খুব শীঘ্রই এর সমাধান হবে।এদিকে স্থানীয় মানুষদের বক্তব্য , হাসপাতাল সংস্কার যখন শুরুই হয়েছে, তখন প্রথমে রাস্তা করার দিকে নজর দিতে হবে। কেননা রাস্তার জন্য হাসপাতালের ভিতরে প্রবেশ করতে হাসফাস অবস্থা তৈরি হয়।
        তাই স্থানীয় মানুষের বক্তব্য এই রাস্তায় আপাতত কিছু কুচি পাথর ফেলে এই রাস্তাকে চলাচলের যোগ্য হয়ে উঠুক সেই ব্যবস্থা করেন |

#plz_SHARE

টিপটিপ_বৃষ্টিতেই_নাজেহাল_অবস্থা_ধুলিয়ান_অনুপনগর_হাসপাতালের টিপটিপ_বৃষ্টিতেই_নাজেহাল_অবস্থা_ধুলিয়ান_অনুপনগর_হাসপাতালের Reviewed by Dhuliyan City on 00:42 Rating: 5

No comments:

Powered by Blogger.