মেরামতের_স্মৃতি_টুকু_সম্পূর্ণ_ঝাপসা

সামশেরগঞ্জের অন্তগর্ত  গ্ৰাম তারাপুর 2নং কলোনি,মালঞ্চা - । এই  গ্রামের  রাস্তা বিগত ১০-১২ বছর থেকে রাস্তা  অবস্থা  নাজেহাল হয়ে আছে | এই গ্রামের রাস্তায় যাতায়াত করতে নাজেহাল ৪০০-৫০০ গ্রামবাসী   সামান্য ঝিরঝিরে বৃষ্টিতে এমনই কাদা হয় যে যাতায়াতের অযোগ্য হয়ে দাঁড়ায় । মেরামতের  স্মৃতি টুকু সম্পূর্ণ ঝাপসা। তারাপুর ২ নং কলোনি থেকে পঞ্চায়েত আফিস ৫০০ মিটারের মধ্যে। জি . পি  অফিসে দরখাস্ত দেওয়ার পরেও কোন কাজ হয়নি | গ্রাম বাসির সেই সব নেতাদের বলছে যে ভোটের সময়  একমাত্র সেই বড় বড় নেতাদের দর্শন দেখতে পাওয়া যায় , আর ভোটে শেষ হলে নজরে পরেনা | গ্রামের মানুষ কি করবে সেইসব প্রতিশ্রুতি নিয়ে ভোট দেন যদি এবার এই রাস্তা ঠিক হয় |   কিন্তু রাস্তা আর ঠিক হচ্ছে না | রাস্তার বেহাল দশা হয়ে এখনো আছে গ্রাম বাসিরা ভাবছেন সেইসব প্রতিশ্রুতি কবে পুরোন হবে|
    শুধু এই রাস্তাই নয়। সামসেরগঞ্জ থানার সব গ্রামের রাস্তার বেহাল অবস্থা। মেরামতের কোন প্রচেষ্টাই নাই। অযোগ্য, অপদার্থ প্রশাসনিক কর্তারা শুধু চেয়ারটা হোল্ড করছেন। জনগণের দিকে দৃষ্টি দেওয়ার সময় নাই। রাজনৈতিক ক্ষমতার শুধু পালা বদল হচ্ছে। অভিধানে উন্নয়নের সংজ্ঞার পরিবর্তন হচ্ছে। কাল্পনিক উন্নয়ন বললে বিরোধী শক্তির তকমাও লেগে যেতে পারে। সে ভাবনাটা মুখ্য নয়। শুধু দৃষ্টি আকর্ষন করছি অপদার্থ প্রশাসনিক কর্তাদের যারা পরিচয় দেন 'উন্নয়ন আধিকারিক' বলে। 

Photo by: - joy Mondal

মেরামতের_স্মৃতি_টুকু_সম্পূর্ণ_ঝাপসা মেরামতের_স্মৃতি_টুকু_সম্পূর্ণ_ঝাপসা Reviewed by Dhuliyan City on 00:43 Rating: 5

No comments:

Powered by Blogger.