রান্নার গ্যাস, এলপিজি-র পর একের পর এক সরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে আধার কার্ডকে ৷ প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্সের পর এবার মোবাইল পরিষেবার ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক।
আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার মোবাইল পরিষেবার ক্ষেত্রেও আধার কার্ডকে বাধ্যতামূলক করার ঘোষণা সরকারের। গত মাসেই মোবাইল নম্বরকে আধারের সঙ্গে যুক্ত করতে কেন্দ্রকে নির্দেশ দেয় সুপ্রিং কোর্ট। তারপরই নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক।

মার্চ মাসে টেলিকম দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যাতে নতুন মোবাইল কানেকশন নেওয়ার জন্য আধার কার্ডকে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয় ৷ এছাড়াও যাদের আগের কানেকশন রয়েছে তাদেরও আধার কার্ড জমা দেওয়ার কথা বলা হয় ৷
টেলিকম সংস্থআগুলিকে এক বছরের সময়সীমা দেওয়া মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার জন্য ৷ এই নিয়ে ইতিম্যধেই গ্রাহকদের এসএমএস পাঠানো হচ্ছে ৷
আধার নম্বর লিঙ্ক করার ক্ষেত্রে দুটি পরিস্থিতির মুখোমুখি হতে পারেন
১. আপনি প্রথমবার আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করছেন ৷
২. নম্বর বদল করছেন ৷ নতুন নম্বর নিলে আধারের সঙ্গে যুক্ত করতে হবে ৷
৩. অআধারের ওয়েবসাইট থেকে আধারের ফর্ম ডাউনলোড করুন বা আধআর সেন্টার থেকে সংগ্রহ করুন ৷
৪. ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিন ৷ জানান যে আপনি আপনার মোবাইল নম্বর যুক্ত করতে চান ৷
৫. আপনার বুড়ো আঙুলের ছাপ ভেরিফাই করে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। সর্বাধিক ১০ দিনের মধ্যেই আধার নম্বর যুক্ত হয়ে যাবে ৷
৬. অনলাইনে করতে গেলে uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘আধার আপডেট’ গিয়ে ক্লিক করুন ৷
৭. আধার নম্বর টাইপ করুন ৷ এরপর একটি টেক্সট আপনাকে টাইপ করতে বলা হবে ৷ সেটি সঠিক ভাবে টাইপ করলে আপনার কাছে OTP চলে আসবে ৷
৮. এরপর ওটিপি দিয়ে সিলেক্ট অপশনে গিয়ে মোবাইল নম্বর ক্লিক করে নম্বরটি দিয়ে সাবমিট করে দিন তাহলেই হয়ে যাবে ৷
আধার কার্ডে মোবাইল লিঙ্কিং করার সহজ উপায়
Reviewed by khokan
on
21:24
Rating:
No comments: