প্রধানমন্ত্রীর প্যাডে চিঠি লিখে সোশাল মিডিয়ায় ছড়ালেন ব্যক্তি !

১২ মে : প্রধানমন্ত্রীর প্যাড। উপরে অশোকস্তম্ভ, মধ্যে চিঠি, নিচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাক্ষর। প্রধানমন্ত্রীর তরফে একটি চিঠি নাকি লেখা হয়েছে পুরাতন মালদার একজন ভোটারকে। তাঁর নাম সঞ্জীব হালদার।
সেই চিঠি
কী লেখা রয়েছে চিঠিতে ? 
সেই চিঠিতে প্রধানমন্ত্রী সঞ্জীবকে বলছেন, “আমি বলেছিলাম প্রধানমন্ত্রী হওয়ার পর তোমাকে আমি ১৫ লাখ টাকা দেব। কিন্তু, আমি এই মুহূর্তে সেই টাকা দিতে পারছি না। কারণ বিদেশ ভ্রমণ করতে গিয়ে সব টাকা খরচ করে ফেলেছি আমি।” 
এই চিঠি ফেসবুকে ছড়িয়ে দেন সঞ্জীববাবু। তারপর সেই পোস্ট নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
সেই চিঠির ভিত্তিতেই আজ BJP-র জেলা সাধারণ সম্পাদক, সঞ্জীব হালদারের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে, অভিযোগ দায়ের করার পরই নিখোঁজ হয়ে যান সঞ্জীবাবু। এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। 
সঞ্জীব হালদার
বাচামারির বাসিন্দা সঞ্জীববাবু পেশায় কেবল অপারেটর। কার্টুন চরিত্র তৈরি করে ফেসবুকে পোস্ট করার নেশা আছে তাঁর। সেই সব চরিত্রে ঠাঁই পাননি এমন ব্যক্তিত্ব প্রায় নেই বললেই চলে। গতকালই তিনি নিজের প্রোফাইলে প্রধানমন্ত্রীর প্যাডে হুবহু নরেন্দ্র মোদির স্বাক্ষর করা চিঠিটি পোস্ট করেন।
     
মানবেন্দ্রবাবু বলেন, প্রধানমন্ত্রীর প্যাড ব্যবহার ও তাঁর স্বাক্ষর জাল করে সংবিধান বিরোধী কাজ করেছেন ওই ব্যক্তি। ফেসবুকে তিনি সেই চিঠি জেলা তৃণমূলের এক নেতা সহ অনেককে ট্যাগ করেছেন। এভাবে তিনি বড় ধরনের কোনও অপরাধও সংগঠিত করতে পারেন। তাই সঞ্জীবাবুর বিরুদ্ধে ইংরেজবাজার থানার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনাটি জানিয়েছেন দলের রাজ্য নেতৃত্বকে। বিষয়টি জানানো হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরেও। 

সৌজন্যে --- www.eenaduindia.com
প্রধানমন্ত্রীর প্যাডে চিঠি লিখে সোশাল মিডিয়ায় ছড়ালেন ব্যক্তি ! প্রধানমন্ত্রীর প্যাডে চিঠি লিখে সোশাল মিডিয়ায় ছড়ালেন ব্যক্তি ! Reviewed by khokan on 18:26 Rating: 5

No comments:

Powered by Blogger.