নিতাই মালাকার
আশ্চর্য বড় মাপের
মানুষগুলোকে —
অদ্ভুত ব্ল্যাকহোলের হাঁ-য়ে —
ছুঁড়ে ফেলেছি কি আমরা !
যদি না ফেলে থাকি ;
মঙ্গল তবে মঙ্গল ৷
মিথ্যেই তবে, ভেতরের, দুশ্চিন্তার দঙ্গল ৷
বিশ্বমানবতার —
উদাত্ত ছন্দ :
স্বামী বিবেকানন্দ ; — মহৎ কর্মযোগের আনন্দ —
উত্তরাধিকার-সূত্রে রক্ষিত —
আশাকরি, — আমাদের প্রাণে প্রাণে ......
আর —
যদি না রেখে থাকি ;
ঘোর অমঙ্গল ৷
ঘোর অমঙ্গল ৷
সত্যিই তবে, ভেতরের রাত্রির দঙ্গল ৷
প্রহসনে পরিনত উত্তরাধিকার ৷
--------------------------
উত্তরাধিকার তথা মঙ্গল-ছন্দ বিষয়ক
Reviewed by Dhuliyan City
on
01:04
Rating:
Reviewed by Dhuliyan City
on
01:04
Rating:


No comments: