ক্ষুদিরাম বসুর প্রয়ান দিবস পালিত হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে

সামশেরগঞ্জ ১১ আগস্ট:- অাজ শনিবার ১১ই আগস্ট বিপ্লবী শহীদ  ক্ষুদিরাম বসুর ১১১তম  প্রয়াণ দিবস পালিত হল সামশেরগঞ্জের নুর মুহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে।  এদিন প্রয়ান দিবসে সামশেরগঞ্জ থানার পক্ষ থেকে  এই নুর মুহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন  কর্মসূচি পালন করা হয়। এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  নুর মহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত  গর্ভানিং বডির পেসিডেন্ট মানীয় খলিলুর রহমান মহাশয়।এছাড়া  উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ থানার  মেজো বাবু মেশের আলি মহাশয়,ও এই কলেজের শিক্ষক/শিক্ষিকা এবং ছাত্র- ছাত্রীরা।

ছবি ও তথ্য :-MD Asaduzzaman

ক্ষুদিরাম বসুর প্রয়ান দিবস পালিত হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ক্ষুদিরাম বসুর প্রয়ান দিবস পালিত হল মুর্শিদাবাদের  সামশেরগঞ্জে Reviewed by Dhuliyan City on 04:53 Rating: 5

No comments:

Powered by Blogger.