লেনদেনকে আরও সহজ করল ভারতীয় স্টেট ব্যাংক৷ মোবাইল অ্যাপের মাধ্যেমেই এবার হবে আদান-প্রদান৷ তবে, সেজন্য প্রয়োজন পড়বে আইএফএসসি (IFSC) কোডের৷ ট্যুইটারে এমনই জানান প্রথম সারির এই ব্যাংকটি৷ বিএইচআইএস এসবিআই পে, মোবাইল অ্যাপটি তেরি হয়েছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) প্রক্রিয়াটির উপর নির্ভর করে৷ যেখানে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে সম্ভব হবে লেনদেন৷ মাধ্যম হিসেবে থাকছে একটি মোবাইল অ্যাপ৷ সুবিধাটির জন্য মোবাইল নম্বরের সঙ্গে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করানো বাধ্যতামূলক৷
মোবাইল অ্যাপটির বিষয়ে জেনে নিন কয়েকটি তথ্য-
১) বিএইচআইএস এসবিআই পে, মোবাইল অ্যাপটির মাধ্যমে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা৷
২) শুধুমাত্র ব্যাংকেই নয়, লেনদেনের সুযোগ থাকবে অন্যান্য ক্ষেত্রেও৷ প্রি-পেড, পোস্ট-পেড, ডিটিএইচ কানেকশনের বিল মেটানো যাবে কার্ডটি ব্যবহার করে৷ এছাড়া, খাবারের অর্ডার দেওয়ার জন্য অনেকেই অ্যাপ ব্যবহার করেন৷ সেক্ষেত্রেও, সাহায্য করবে এসবিআইয়ের এই মোবাইল অ্যাপটি৷
৩) মোবাইল অ্যাপটি মাধ্যমে পাঁচ প্রকারের লেনদেন সম্ভব হবে৷ যার মধ্যে ভার্চুয়াল আইডি, আইএফএসসি কোড, আধার নম্বরের মাধ্যমে, কিউআর কোড অন্যতম৷
৪) মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে একটি নির্দিষ্ট অ্যাড্রেস ব্যবহার করে লেনদেন করতে পারবেন৷
৫) “xyz@sbi” এই ফরম্যাটে গ্রাহক একটি ভার্চুয়াল অ্যাড্রেস পাবেন৷ থাকবে একটি আলাদা আইডি৷ ইউজার একটি VPA তৈরি করতে পারবেন যখন নিজেকে রেজিস্টার করবেন অ্যাপটিতে৷
৬) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, VPA মাধ্যমে অনেকগুলি অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন৷ ফোন চুরি হয়ে গেলে মোবাইল নম্বরটি অবশ্যই ব্লক করুন৷ তবেই, সুরক্ষিত হবে
আপনার অ্যাকাউন্টটি৷
৭) অ্যাপটিতে লগ-ইন করলে ইউজার দুটি অপশন পাবেন৷ ‘নেভিগেট টু পে’ এবং ‘নেভিগেট টু কালেক্ট’৷ এই দুটির মাধ্যমেই সম্ভব হবে লেনদেন পর্ব৷ এরপর, অ্যাকাউন্ট নম্বর সহ বেশ কিছু তথ্যর প্রয়োজন পড়বে৷
সৌজন্যে :- Kolkata24x7
Reviewed by khokan
on
13:32
Rating:
No comments: