আমার কাছে ফেসবুক থেকে সংগৃহিত একটি সেরা ছবি এটি,সেই সব সমালোচকদের উদ্যেশে বলছি যারা সমাজসেবা মূলক কাজ করার পর ফেসবুকে পোস্ট করলে বলেন,সেটা নাকি আদিখ্যেতা,চুপি চুপি করুন নীরবে করুন ভালোকাজ সেলফি তুলে ঢাক পেটানোর কি আছে..!!
সেই সমালোচকদের বলি পারলে আপনারা করুন না সেলফি দিয়ে এমন সেবা মূলক কাজ,
তবে তো জানবো সেলফি তোলার নামে একজন অভুক্তর খুদা নিবারণ করলেন, এবং আপনি যে একজন মানুষ সেটার প্রমান দিতে এই সমাজকে না হয় সেলফি দিয়েই প্রমান দিলেন,মানুষ আপনার সেলফি দেখে এগিয়ে আসুক না গরিবের খুদা নিবারণে তাতে একবেলা তাদের খুদা তো মিটবে.....
ছবিতে দেয়া মানুষটিকে দেখুন তিনি নিজে গরিব সত্ত্বেও আরেকটি প্রাণীর তৃষ্ণা নিবারণ করছেন,
তার মাথায় কিন্তু এটা আসেনি যে প্রাণীটি বোতলটা এঁঠো বা ঝুটা করে দিলো.....
এই মানুষটি সমাজের কাছে হয়তোবা ব্রাত্য,অচ্ছুৎ,গরিব এবং পাগল,
কিন্তু তিনি মনের ধনী,
হৃদয় থেকে ধন্যবাদ জানাই তথাকথিত সমাজের এই বঞ্চিত মানুষটিকে
এবং অজানা ওই ব্যাক্তিকে যিনি এই ছবিটি তুলে ফেসবুকে শেয়ার করেছেন...
Reviewed by Dhuliyan City
on
02:44
Rating:
No comments: