১৮ বছর বয়সে সোনা জিতে ইতিহাসের পাতায় হিমা

হেলসিনকি: ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিক হিমা দাস৷ মাত্র ১৮ বছর বয়সেই দেশের হয়ে সোনা জিতলেন অসমের এই অ্যাথলিট৷ ৪০০ মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হিমা সময় নিয়েছেন ৫১.৪৬ সেকেন্ড৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটাই ভারতের প্রথম সোনা জয়৷

১৮ বছর বয়সে সোনা জিতে ইতিহাসের পাতায় হিমা ১৮ বছর বয়সে সোনা জিতে ইতিহাসের পাতায় হিমা Reviewed by khokan on 21:40 Rating: 5

No comments:

Powered by Blogger.