সেলফি তুলে ফেসবুকে আপলোড করলেই হতে পারেন সরকারি মডেল

ওয়েব ডেক্স : একটি মাত্র সেলফি তুলে নিজের ফেসবুকে দিলেই আপনিও হতে পারেন মডেল। আর জিততে পারেন পুরষ্কার, যা একেবারেই সরকারি ভাবে প্রযোজ্য। শুনে আবাক হচ্ছেন তো! 


রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ১৩ ই জুন, বুধবার থেকে আগামী ২৯ শে জুন রাত ১২ টা পর্যন্ত এই সেলফি প্রতিযোগিতার সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্ত হল রাজ্যের মহকুমা শাসক, বিষ্ণুপুর করণের প্রশাসনিক ভবন, কোষাগার ভবন এবং বিষ্ণুপুর উপ সংশোধনাগারের প্রাচীরে যে সমস্ত দেওয়ালে চিত্র আঁকা হয়েছে ওই দেওয়াল চিত্রের সামনে দাড়িয়ে নিজেস্ব ছবি তুলে নিজের ফেসবুকের পাতায় ওই ছবি আপলোড করতে হবে। এই ভাবে সোশ্যাল মিডিয়ায় হবে প্রতিযোগিতা। আপলোড করা ছবির গুলির মধ্যে যার ছবির লাইক, শেয়ার, কমেন্ট বেশি হবে তাদের মধ্যে সেরা দশ জন প্রতিযোগীকে প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার দেওয়া হবে এবং সন্মান জ্ঞাপন করা হবে বলে জানা যায়। এই প্রতিযোগিতার নিয়ম গুলি হল - 


১. একটি লাইকে ০১ পয়েন্ট, শেয়ারের জন্য ১০ পয়েন্ট এবং কমেন্টের জন্য ১০ পয়েন্ট পাবে প্রতিযোগীরা। 


২. যারা পুরস্কৃত হবেন তাদেরকে বিষ্ণুপুরের বালুচরীর বা স্বর্ণচরীর মডেল হিসাবে ব্যবহার করা হবে। 


৩. প্রতিযোগিতার শুরু হবে ১৩.০৬.১৮ তারিখে এবং শেষ হবে ২৯.০৬.১৮ তারিখ রাত ১২:০০ টায়। 


৪. প্রতিযোগীদের অবশ্যই ফেসবুককে দেওয়া ছবির স্ক্রীনশট নিয়ে ৯৪৩৪০৮১০০১ এই নম্বরে হোয়াটস-অ্যাপে(Whats app)-এ পাঠাতে হবে। 


এবিষয়ে বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মণ্ডল জানিয়েছেন, "বিষ্ণুপুরের ইতিহাস, সংস্কৃতি, হস্তশিল্প প্রচার ও প্রসারের লক্ষেই এই প্রতিযোগিতার আহ্বান করা হয়েছে। আগামী দিনে অনলাইন মার্কেটিং-এ বিষ্ণুপুরের নানান সামগ্রী কেনার সুযোগ এবং সেই সামগ্রী প্রচারেপ্রতিযোগিতা থেকে নির্বাচিতদের মডেল হিসেবে ব্যবহার করা হবে। পাশাপাশি, বিষ্ণুপুরের লোগো তৈরিরও একটি প্রতিযোগিতা শুরু হয়েছে। সেরা লোগো স্থান পাবে বিষ্ণুপুরের উৎপাদিত নানান সামগ্রীতে।" 


সূত্রঃ DAM'S TV 

সেলফি তুলে ফেসবুকে আপলোড করলেই হতে পারেন সরকারি মডেল সেলফি তুলে ফেসবুকে আপলোড করলেই হতে পারেন সরকারি মডেল

Reviewed by Dhuliyan City on 05:26 Rating: 5

No comments:

Powered by Blogger.