বুধবারই বেরিয়েছে ২০১৮ –এর মাধ্যমিকের রেজাল্ট। এই প্রখম এত তাড়াতাড়ি ফল বেরলো। পরীক্ষার ৭৭ দিনের মাথায় ফল প্রকাশ হল ফল। পাশের হারে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৬.১৩ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯১.৭৫ শতাংশ। কলকাতায় পাশের হার ৯১.১১ শতাংশ। দক্ষিণ ২৪ পরগণায় পাশের হার ৯১.০৭ শতাংশ। উত্তর ২৪ পরগণায় পাশের হার ৯০.৮৬ শতাংশ। হুগলীতে পাশের হার ৮৮.৯৭ শতাংশ। হাওড়ায় পাশের হার ৮৮.১২ শতাংশ। কালিম্পংয়ে পাশের হার -৮৬.৯৫ শতাংশ। এ বছরে মোট পাশের হার ৮৫.৪৯ শতাংশ। আগামী বছর মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি, শেষ হবে ২২ ফেব্রুয়ারি। বছর প্রথম দশে মোট ৫৬ জন।
প্রথম উত্তরবঙ্গের সঞ্জীবনী দেবনাথ সুনীতি অ্যাকাডেমি স্কুলের। প্রাপ্ত নম্বর ৬৮৯। সাতগাছিয়া বর্ধমানের শীর্ষেন্দু সাহা দ্বিতীয়, প্রাপ্ত নম্বর ৬৮৮। তিন জন তৃতীয়। ৬৮৭ নম্বর পেয়েঠে কুচবিহারে ময়ূরাক্ষী সরকরা, জলপাইগুড়ি জেলা স্কুলের নীলব্জা দাস, মৃণ্ময় মন্ডল। ৬৮৬ নম্বর পেয়ে চতুর্থ উত্তর ২৪ পরগণার দীপ গায়েন। কী ভাছেন এগিয়ে পুরনো খবর তাই তো ? হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন। তবে রানি রাসমিন কত নম্বর পেয়েছেন বলুন তো ? অবাক হোলেন ? আরে না না আমরা বলছি পর্দার রানি রাসমনির কথা। অর্থাত দিতিপ্রিয়ার কথা। সবে সবে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ভর্তিও হয়ে গিয়েছেন পাঠভবনে। বুধবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে।
শুটিং সেরে রাতে যেটুকু সময় পেতেন, তখনই পড়াশোনা করতেন দিতিপ্রিয়া। আর তাতেই কেল্লাফতে। কারণ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছেন ‘রানি’। ইংরেজিতে লেটার, পেয়েছেন। ভূগোলে মাত্র ৮ নম্বরের জন্য লেটারটা হাতছাড়া হয়েছে অর্থাত ৭২ পেয়েছেন তিনি। আর জীবন বিজ্ঞানে পেয়েছেন ৭০। বাদ বাকি প্রায় সব বিষয়েই ৬০-এর উপরে নম্বর পেয়েছেন বলে জানিয়েছেন দিতিপ্রিয়া। গণিতটা একটু খারাপ হয়েছে বলেও জানান পর্দার ‘রানি রসমনি’।
সৌজন্যে :- NewsXp Bengali
No comments: