টিডিএন বাংলা, মুর্শিদাবাদ : হাইমাদ্রাসায় মাধ্যমিকের রেজাল্টে এবার বাজিমাত করলো মুর্শিদাবাদ জেলা। প্রথম দশ জনের মধ্যে চারজনই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র। জেলার এহেন সাফল্যে উল্লাশের জোয়ার বইছে মাদ্রাসা গুলোতে।
বোর্ড সুত্রে জানা গেছে, এবারে মাদ্রাসায় মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে জেলার ডোমকল মহুকুমার পামাইপুকুর হাইমাদ্রাসার ছাত্র তৌফিক আনোয়ার। ৭৫৩ পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার সে। আবার রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে ইসলামপুরের ওয়ালিউর রহমান । তার প্রাপ্ত নম্বর ৭৪৭। সাথে সাথে রাজ্যে নবম স্থান হয়েছে বেলডাঙার ভাবতা আজিজিয়া হাইমাদ্রাসার ছাত্রী তাসনিয়া খাতুন( ৭৪২) এবং দশম স্থান অধিকারী রানিনগরের আমিরাবাদ হাইমাদ্রাসার ছাত্র কমল হাসান(৭৪১)। রাজ্যে মাদ্রাসা বোর্ডের এই সাফল্যে খুশির জোয়ার বইছে জেলা জুড়ে।
হাইমাদ্রাসায় মাধ্যমিকের রেজাল্টে এবার বাজিমাত করলো মুর্শিদাবাদ জেলা।
Reviewed by khokan
on
10:49
Rating:
No comments: