নাসা'-তে যাচ্ছে রায়গঞ্জের ছেলে, গর্বিত শহরবাসী


    

'নাসা'-তে যাচ্ছে রায়গঞ্জের ছেলে, গর্বিত শহরবাসী


NBlive রায়গঞ্জঃ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস অফ ম্যাথমেটিক্স এ প্রথম স্থান অর্জন করে 'নাসা'তে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সুযোগ পেলো রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলের নবম শ্রেণীর ছাত্র স্বপ্রভ দে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই সাফল্যে খুশি জেলার শিক্ষা মহল।

রায়গঞ্জের বীরনগর এলাকার বাসিন্দা স্বপ্রভ জানিয়েছে, এই সাফল্যে ভীষণ খুশি সে। বড় হয়ে একজন বিজ্ঞানী হিসেবে নাসা তে যেতে চাইছিল সে। কিন্তু তার আগেই এই সুযোগ মেলায় উচ্ছ্বসিত স্বপ্রভ। গত বছর ডিসেম্বরে স্কুলেই এই পরীক্ষার প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারিতে। দুটি ধাপেই রাজ্য ও জাতীয় স্তরে প্রথম হয়েছিল সে। তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ ই মে, নয়া দিল্লীর ইন্ডিয়ান ইসলামিক কালচারাল সেক্টরে। পরীক্ষার ফল প্রকাশ হয় ১৭ই মে। আর এই পরীক্ষাতেই আন্তর্জাতিক স্তরে সফল হল স্বপ্রভ। আমেরিকায় শিক্ষামূলক ভ্রমণে নাসা তে যাওয়ার সুযোগ পেয়েছে সে।

প্রিয় খেলোয়ার মেসি। আগামীতে বোর্ডের পরীক্ষায় ভালো ফল করাই লক্ষ্য তার। ছেলের সাফল্যে খুশি স্বপ্রভ-র বাবা সঞ্জীব কুমার দে ও মা জয়তী লাহিড়ী দে। সঞ্জীব বাবু কেন্দ্রীয় সরকারের আই টি সেক্টরের কর্মচারী। অপর দিকে জয়তী দেবী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিষয়ের শিক্ষিকা। স্বপ্রভ-র বাবা, মা জানিয়েছেন, ছোটো বেলা থেকেই অঙ্ক করতে ভালোবাসে স্বপ্রভ। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা, ফুটবল খেলা ও গল্পের বই পড়তে ভালোবাসে সে। তবে রায়গঞ্জ থেকে এই পরীক্ষায় প্রথম হওয়ায় গর্বিত সকলেই।
Source :- NBlive

নাসা'-তে যাচ্ছে রায়গঞ্জের ছেলে, গর্বিত শহরবাসী নাসা'-তে যাচ্ছে রায়গঞ্জের ছেলে, গর্বিত শহরবাসী Reviewed by khokan on 10:44 Rating: 5

No comments:

Powered by Blogger.