সামশেরগঞ্জ : "২০১৮ সালই হোক মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাল" এই শিরোনামে আজ এসআইও-র জেলাজুড়ে ৩৪ নং জাতীয় সড়কে মানব বন্ধন দিবস পালন করলো। ভারতবর্ষের অন্যতম একটি জেলা হলো মুর্শিদাবাদ। ১৯৫৭ সালে এই মুর্শিদাবাদ জেলাতেই ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ হয়েছিল, আবার একসময় এই মুর্শিদাবাদ জেলা অবিভক্ত বাংলা-বিহার-ওড়িশার রাজধানী হিসাবেও সকলেই জানে মুর্শিদাবাদের নাম। সেই সময়ে ইংরেজ লর্ড ক্লাইভ এই জেলার সংস্কৃতি, শিক্ষা, পরিবেশ, দেখে তিনি বলেছিলেন এই জেলা "লন্ডন শহরকেও হার মানাবে" বলে তিনি সেই সময়ে মন্তব্য করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য আজ এই জেলা আজ মরূদ্যানে পরিণত হয়েছে। জেলা বাসী দীর্ঘদিন ধরে তাদের নিজের জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে সরকারকে। ডান-বাম সরকারও দেশ স্বাধীনের সত্তর বছর পরেও এই জেলায় একটিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেনি, এমনকি বর্তমান "মা মাটি সরকার এব্যাপারে কোনো পরিকল্পনা রাখেনি।" এই জেলার মানুষ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে এই জেলাবাসি। কিন্ত সরকার তাদের দাবি পূরণে দুর্বলতা দেখালে আন্দোলনে নামে জেলা বাসি। ৮০ লক্ষ জনসংখ্যা বিশিষ্ঠ এই জেলাতে আজও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই।ক্ষোভ জাগে বুদ্ধিজীবী মহলে। তাই আজ স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইনডিয়া (এসআইও) -র পক্ষ থেকে আজ মুর্শিদাবাদ জেলাজুড়ে ৩৪ নং জাতীয় সড়কে মানব বন্ধন পালিত হয়। কিন্তু আজও কেন স্বাধীনতার সত্তর বছর পরও এই ঐতিহাসিক জেলায় একটিও বিশ্ববিদ্যালয় নেই কেন? প্রশ্ন জাগে এই জেলা বাসির মনে। তবে কি এই জেলাকে পিছিয়ে রাখা হয়েছে। জেলাবাসির দাবি আমাদের কি শিক্ষার অধিকার নেই, আমরা কি শিক্ষার অধিকার মৌলিক অধিকার তা থেকে আমাদের জেলাকে বঞ্চিত রাখা হয়েছে কেন? আজ এই নতুন বছরের শুরু হওয়ায় মধ্য দিয়ে এই জেলাবাসী সরকারকে জানাতে চাই এই মুর্শিদাবাদ জেলায় ২০১৮ সালই যেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাল হয়। তাই আজকের এই জেলাজুড়ে জাতীয় সড়কে মানব বন্ধন। সংগঠনের পক্ষথেকে বলা হয় এই ঐতিহ্যপূর্ন এই জেলায় আজও কোনো ডান-বাম সরকার বিশ্ববিদ্যালয়ের জন্য চিন্তা ভাবনা করেনি যদিও এই জেলাবাসি দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে তাই আমরা এর আগেও বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেছি এবং আগামীতে মুর্শিদাবাদে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবো বলে দাবি করা হয় সংগঠনের পক্ষ থেকে।
Reviewed by Dhuliyan City
on
08:35
Rating:
No comments: