ফারাক্কা ৭ ডিসেম্বর :- মেয়ের বয়স মাত্র ১৪। সাত ক্লাশ পাশ করে সবেমাত্র আট ক্লাশে উঠেছে। মা নেই, বাবাও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পরিবার কঠিন আর্থিক দৈন্যদশায় ভুগছে। অসহায় এই পরিবার থেকে একটা খাবারের লোক কমবে- মেয়ের বিয়ে হয়ে গেলে একথালি ভাত কম রান্না করতে হবে।এই আশায় নাবালিকা মেয়েটির বিয়ে দিচ্ছিলো অসুস্থ বাবা। মেয়েরও তাতে জোর করার কিছু ছিলো না। তাই বাবার কথায় দ্বিমত করেনি সেও। দেখভালের পর বিয়ে ঠিক হয়েছিলো পাশের গ্রামেরই এক রাজমিস্ত্রির সাথে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেও নাবালক। পাত্রের বয়ান অনুযায়ী তার বয়স মাত্র ১৬। খবর পেয়ে ছুটির ফাকেও বিয়ে বন্ধ করতে তড়িঘড়ি ছুটে গেলেন স্বয়ং বিডিও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রামের শ্রীরামপুর এলাকায়।
আজও মেয়েরা দারিদ্র্যতার শিকার হচ্ছে।
Reviewed by Dhuliyan City
on
19:38
Rating:
Reviewed by Dhuliyan City
on
19:38
Rating:
No comments: