জয় হিন্দ : মিলনের আগেই বিচ্ছেদ! কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন হবু স্বামী। তাঁর মৃত্যুর খবর শুনে আত্মহত্যা করলেন তরুণী। ঘটনাটি মধ্যপ্রদেশের দেবস জেলার।
২০১৮ সালের এপ্রিলে সেনা জওয়ান নীলেশ ঢাকড়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ২৬ বছরের জ্যোতি ঢাকড়ের। তবে সেই দিন আর এল না। পরিণয়ের আগেই কষ্টের পরিণতি।
৫ ডিসেম্বর কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন নীলেশ। বৃহস্পতিবার নীলেশের শেষকৃত্য সম্পন্ন হয়। নীলেশের মৃত্যুর খবর আসার পর থেকেই শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন জ্যোতি। শনিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, নীলেশের মৃত্যু মেনে নিতে পারেননি জ্যোতি।
জঙ্গি গুলিতে শহিদ জওয়ান, 'সহমরণ' প্রেমিকার
Reviewed by Dhuliyan City
on
22:55
Rating:
Reviewed by Dhuliyan City
on
22:55
Rating:
No comments: