ধুলিয়ান ১২ ডিসেম্বর :- মাদ্যপ যুবকের তান্ডব প্রতিবাদ করায় ভোজালির কোপ, হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তরদীপ এলাকায়। রিজুয়ানের অতীয় কাছে জানাযায় গত শনীবার রাত ১০ টা নাগাদ স্থানীয় নাবালক রিজুয়ান সেখ(১৫) ডিম কিনে বাড়ি ফিরছিল সেই সময়ে আফুরুদ্দিন সেখ নামে এক মদ্যপ যুবক এলাকায় তান্ডব চালায়, এর প্রতিবাদ করেছিল রিজুয়ান , সেই সময়ে তাকে ভোজালির কোপ মারে সেই মদ্যপ, প্রথমে তাকে জঙ্গীপুর মহকুমা হাসপাতাল ও পরে অবস্থা অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তী করা হয়। গতকাল রাতে তার মৃত্যু হয়। তথ্য – বিনয় রায়
ভোজালির কোপে নাবালকের মৃত্যু
Reviewed by Dhuliyan City
on
02:07
Rating:
Reviewed by Dhuliyan City
on
02:07
Rating:
No comments: