এবার থেকে জাতীয় সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই নেওয়া হবে ব্যবস্থা

মুর্শিদাবাদ :- গত ৮ ই ডিসেম্বর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মথুরা পুরে ভয়াবহ দূর্ঘটনা হয় অ্যাম্বুলেন্স ও লড়ির মধ্যে সেই ঘটনায় পুড়ে মারা যায় ৪ জন, অতিরিক্ত গতির কারনেই ঘটে ছিল এই ঘটনা, জাতীয় সড়কে যাথে গাড়ি গুলি অতিরিক্ত গতিতে না যায় সেই কারনে আজ রঘুনাথগঞ্জ থানার পুলিশ বিশেষ উদ্যোগ নেয়। স্পিড লোকেটার নিয়ে তারা গাড়ির গতি মাপার কাজ শুরু করল। আজ আজগড় পাড়ার মোড়ে ৩৪ নাম্বার জাতীয় সড়কে গাড়ির গতি মাপার কাজ শুরু হয়, যাদের গতি অতিরিক্ত রয়েছে তাদের কে ফাইন করা শুরু হয়েছে। এরপর থেকে গাড়ির গতি মাপার কাজ চলবে নিয়মিত, যারাই ভাঙ্গাবে নিয়েম তাদেরকেই ফাইন করা হবে। স্পিড লোকেটার নিয়ে আজ জাতীয় সড়কে হাজির ছিল রঘুনাথগঞ্জ থনার আই,সি সৈকত রায়, এস,ডি,পি,ও প্রবীণ প্রকাশ। 

ছবি ও তথ্য – সুমন্ত দাস

এবার থেকে জাতীয় সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই নেওয়া হবে ব্যবস্থা এবার থেকে জাতীয় সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই নেওয়া হবে ব্যবস্থা

Reviewed by Dhuliyan City on 04:40 Rating: 5

No comments:

Powered by Blogger.