মুর্শিদাবাদ ২২ নভেম্বর :- মুর্শিদাবাদের জেলার দুই জায়গা থেকে উদ্ধার হল ৪৭৮ কেজি গাঁজা, গতকাল রাতে মুর্শিদাবাদের বহরমপুর থানার উত্তর পাড়া মোড়ে একটি গাড়ি থেকে ৪৩৮ কেজি গাঁজা উদ্ধার হয়, গ্রেপ্তার হয় , ভক্তি বিশ্বাস ও আহেমেদ সেখ নামে দুই জন, তাদের বাড়ি নদীয়ার হোগল বেড়িয়ার এলাকায় বলে জানা গেছে। কোচবিহারের নিশিগঞ্জ থেকে এরা গাঁজা নিয়ে আসছিল এবং নদীয়ার করিমপুর নিয়ে যাওয়ার কথা ছিল। অপর দিকে সুতি থানার অজগর পাড়া মোড় থেকে উদ্ধার হয় চল্লিশ কেজি গাঁজা, গ্রেপ্তার করা হয়, অর্জুন সূত্রধর ও কালাম আলি নামে দুই ব্যক্তিকে। তাদের বাড়ি আসামের কাকড়া ঝড় এলাকায় বলে জানা গেছে। এরাও কোচবিহার থেকে গাঁজা নিয়ে আসছিল। কধলকাতায় নিয়ে যাওয়ার কথা ছিল।আজ জেলা পুলিশ সুপার মুকেশ কুমার এক সাংবাদিক সন্মেলনে এই কথা জানায়।
মুর্শিদাবাদের দুই জায়গা থেকে উদ্ধার ৪৭৮ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৪
Reviewed by Dhuliyan City
on
01:44
Rating:
Reviewed by Dhuliyan City
on
01:44
Rating:
No comments: