গৃহ বধূর মৃতদেহ উদ্ধার ঘরের ভেতরে

সুতি ৩০ নভেম্বর :- মুর্শিদাবাদের সুতি থানার অঞ্চলের ফতেপুর এলাকার থেকে পম্পা দাস নামে এক গৃহ বধূর মৃতদেহ উদ্ধার হল ঘরের ভেতর থেকে, ৩ বছর আগে বিয়ে হয় পম্পা দাস ও রাকেশ দাস তাদের দের বছরের এক ছেলে আছে, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে আশান্তি শুরু করে রাকেশ। মারধরও করা হত বলে অভিযোগ। দীর্ঘদিন সামসেরগঞ্জ থানার নম চাঁচন্দ এলাকায় তার বাপের বাড়িতেই থাকত এই গৃহবধূ। তিন দিন আগে সে তার শশুর বাড়ি ফেরে, তারপর শুরু হয় আবারও অশান্তি। সকালে ফোন পেয়ে বাপের বাড়ির লোকজন গিয়ে দেখে ঘরের ভেতরে অর্ধপোড়া অবস্থায় পম্পা দাসের মৃতদেহ পরে রয়েছে। শশুর বাড়ির সবাই পলাতক। অভিযোগ গলা টিপে হত্যা করার পর গায়ে আগুন দেওয়া হয়েছে তাঁর। খবর দেওয়া হয় সুতি থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

তথ্য – সুমন্ত দাস

গৃহ বধূর মৃতদেহ উদ্ধার ঘরের ভেতরে গৃহ বধূর মৃতদেহ উদ্ধার ঘরের ভেতরে

Reviewed by Dhuliyan City on 05:55 Rating: 5

No comments:

Powered by Blogger.