ভুল চিকিৎসা রোগী মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা

মুর্শিদাবাদ  ৭ নভেম্বর :- মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল সকালে ডাইরিয়া ও জন্ডিস নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তী হয় বহরমপুরের গজধর পাড়ার বাসিন্দা সাইনুর বিবি (৫০)। অভিযোগ গতকাল থেকে তার কোন রকম চিকিৎসা হয়নি। আজ তার মৃত্যু হয়, এই ঘটনার ছবি তুলতে গেলে মেডিক্যাল কলেজের এক জুনিয়ার ডাক্তার ছবি তুলতে বাধা দেয় চিত্র সাংবাদিকদের। সেই সময়ে ঐ জুনিয়ার ডাক্তারের উপর চড়াও হয় মৃত্যার আত্বীয়রা, তাদের বক্তব্য সংবাদ মাধ্যমকে কেন ছবি তুলতে  বাঁধা দেওয়া হচ্ছে। সেই সময়ে জুনিয়ার ডাক্তারটি পালায়। পুলিসের সঙ্গে ধাক্কা ধাক্কিতে জড়িয়ে পরে রুগীর আত্বীয়া। পরে বহরমপুর থানার আরও পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে।

ভুল চিকিৎসা রোগী মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা ভুল চিকিৎসা রোগী মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা Reviewed by Dhuliyan City on 01:13 Rating: 5

No comments:

Powered by Blogger.