সাবধান:- বিশ্বের প্রতিটি বাবা -মা বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যখন কোন সাবালিকা মেয়ে একা বাড়ির বাইরে যায়। বাড়ির বাইরে থাকাকালীন চিন্তার বোঝা যেন মাথায় চেপেই থাকে।কুলষিত সমাজে চলার পথে মেয়েদের প্রতিটি পদে বিপদ। দিনের অধিকাংশ সময় তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। কখনও কথার দ্বারা,কখনও চোখের দ্বারা, কখনও বা হাতের ছোঁয়ায় তাদের ধর্ষিত হতে হয়।কিন্তু বর্তমান পরিস্থিতি আরো ভয়ানক রুপ ধারণ করেছে।মেয়েদের সহানুভূতি দেখাবার জায়গায় হস্তক্ষেপ করেছে এই কুলষিত সমাজ।রাস্তার ধারে যদি কোন বাচ্চা কান্না করে তবে খুব সহজেই বুঝে নিতে হবে তার কান্না সুর আলাদা কথা বলতে চাইছে। বর্তমানে যদি দেখেন রাস্তার ধারে কোন বাচ্চা ছেলে- মেয়ে কান্না করছে।আর তার হাতে থাকা ঠিকানায় পৌঁছে দিতে বলছে তাহলে নিশ্চিত ভাবে বুঝবেন এটা প্রতারণার এক নতুন ফাঁদ। ভুলেও তাকে ঐ ঠিকানায় নিয়ে যাবেন না। এই ধরনের ফাঁদ একটি সহজ সরল মেয়ের জীবন নষ্ট করে দিতে অতএব news 24x7 বাংলার পক্ষ থেকে সকল কে জানাই এই ধরনের ফাঁদ থেকে সর্তক থাকুন ও অপর কে সর্তক রাখুন।
Reviewed by Dhuliyan City
on
19:54
Rating:
No comments: