কুপোকাত ক্যান্সারের কোষ, পেঁয়াজের গুন কি জানেন...




১/ চুল লম্বা করতে যেমন পেঁয়াজের রস ব্যবহার করা হয়, তেমনি খুসকি প্রতিরোধেও কাজে লাগে পেঁয়াজ 

২/ ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে উপকারী পেঁয়াজ। ব্রন, অ্যাকনে রুখতে অনেক সময় পেঁয়াজের রস ব্যবহার করা হয় 

৩/ পেঁয়াজের মধ্যেই থাকে ভিটামিন এ, সি এবং ই। যা ত্বককে  উজ্জ্বল রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, ত্বককে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও রক্ষা করে পেঁয়াজ

৪/ মহিলাদের মেনোপোজ-এর সময়, পেঁয়াজ অত্যন্ত উপকারী। ওই সময় পেঁয়াজ খেলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা সঠিক থাকে বলে মনে করা হয় 

৫/ সুস্থ যৌন জীবন উপভোগ করতে সাহায্য করে পেঁয়াজ। সুস্থ যৌন জীবনের জন্য নাকি পশ্চিম উগান্ডায় পেঁয়াজকে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়

৬/ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেঁয়াজ

৭/ হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেঁয়াজ। বন্ধু ব্যাকটেরিয়ার জন্ম দিয়ে শরীরকে সুস্থ রাখে পেঁয়াজ 

৮/ স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সারের কোষকে শেষ করে দিতে সাহায্য করে পেঁয়াজ 

কুপোকাত ক্যান্সারের কোষ, পেঁয়াজের গুন কি জানেন... কুপোকাত ক্যান্সারের কোষ, পেঁয়াজের গুন কি জানেন... Reviewed by Dhuliyan City on 04:49 Rating: 5

No comments:

Powered by Blogger.