মুর্শিদাবাদ ১৯ নভেম্বর :- মুর্শিদাবাদ এই নামটার সাথেই নবাবী ওতপ্রত ভাবে জড়িত।নবাব মুর্শিদকুলি খাঁনই এই জনপদের নামকরণ করেছিলেন নিজের নামে।এই মুর্শিদাবাদ প্রায় অর্ধশতক জুড়ে ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী শহর।এই শহরে প্রচুর্যের কোন শেষ ছিলনা।এক সময় এই প্রাচুর্যের লোভেই দেশ বিদেশের বহু মানুষ এই জনপদে ছুটে এসেছে। সমৃদ্ধ হয়েছে এই জনপদ।শিল্প,সাহিত্য,অর্থনীতি প্রতিটি ক্ষেত্রেই অগ্রগন্য এই মুর্শিদাবাদ নগরী বাকিদের চমকিত করেছে বার বার।সেদিন মুর্শিদাবাদের সমৃদ্ধি ও সৌন্দর্য ক্লাইভকেও বলতে বাধ্য করেছিল মুর্শিদাবাদ ইংল্যান্ডের চেয়েও ঢের সুন্দর।বাংলার নবাবদের আমরা যতই দোষারোপ করিনা কেন একথা মানতেই হয় মুর্শিদাবাদের যা কিছু সুন্দর তার অধিকাংশই নবাবদের অবদান।নবাবরাই এক সময় বর্গিদের ভয়ঙ্কার অত্যাচার থেকে বাংলা তথা মুর্শিদাবাদ নগরীকে উদ্ধার করেছে।নবাবদের পৃষ্টপোষকতায় বহু কুটির শিল্প সমৃদ্ধ হয়েছে। নবাবী আমলে মুর্শিদাবাদের নবাবরা উদূ ভাষাকে সমৃদ্ধ করেছে। শিল্প,সাহিত্য, চিত্রকলা সব ক্ষেত্রেই নবাবরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
নবাবরা ছিলেন সম্প্রদায়িক সম্প্রিতী রক্ষয় সব সময় এগিয়ে গেছেন।নবাবী প্রশসনের উচ্চ গুলিতেও নবাবরা হিন্দুদেরও নিয়োগ করতেন। তারা ধর্ম না দেখে যগ্যতা দেখতেন।মন্দির নির্মাণের জন্যও বহু স্থান নবাবরা দান করতেন।মুর্শিদাবাদ জেলার প্রথম কলেজও গড়ে ওঠে নবাবদের পৃষ্টপোষকতায় মিরজাফরের বিধবা পত্নী মুন্নি বেগমের অর্থে।এছাড়াও নবাবরা বহু জনসেবা মুলক কাজ করেছেন।
অথচ আজ সেই মুর্শিদাবাদ অবহেলিত,অচ্ছুত নবাবরাও।যে মুর্শিদাবাদ একদিন নগরী ছিল আজ তা একটি গ্রামে পরিণত হয়েছে।এতটাই বন্ছিত যে জেলার সদর শহর হওয়ার সৌভাগ্যটুকুও জোটেনি একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এই মুর্শিদাবাদ নগরীর। যে নবাবরা এই নগরী সাজিয়ে তুলেছিল আজ তাদের নগরীতেই আজ তারা অবহেলিত। মুর্শিদাবাদের কোন শিক্ষা প্রতিষ্টান নেই কোন একটি নবাবের নামে।নেই কোন গুরুত্বপূর্ণ রাস্তা।সমগ্র মুর্শিদাবাদ শহরে বহু গুনিজনের আবক্ষ মূর্তি দেখতে পেলেও কোন নবাবের পাবেন না। আজ নবাবী আমলের বহু স্থাপত্য ধ্বংশ প্রাপ্ত যেগুলি রয়েছে সেগুলিও ভীষন অবহেলিত যে কোন মূহুর্তেই হয়ত তা ভেঙে পড়বে।
মুর্শিদাবাদে যারা ঘুরতে আসেন তাদের অধিকাংশই পড়াশোনা করে আসেন না ফলে এখানে এসে অর্ধশিক্ষিত গাইডদের কাছে মন গড়া গাল গল্প শুনে ফিরে যাচ্ছেন।এতে করে এই সব মনগড়া গল্প সর্বত্র ছড়িয়ে পড়ছে। এই ভাবেই ধিরে ধিরে ইতিহাস অরো বিকৃত হচ্ছে।
( সংগ্রহ )
Reviewed by Dhuliyan City
on
06:23
Rating:
No comments: