পঞ্চায়েতের কাজে নজর রাখতে প্রধানদের অ্যান্ড্রয়েড মোবাইল

বহরমপুর, ২২ নভেম্বর : মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েত স্তরে কাজের অগ্রগতি হতাশাজনক। বিশেষ করে ২০১৬-১৭ অর্থবর্ষে আবাস যোজনার কাজ ৩০ শতাংশও হয়নি। ২০১৭-১৮ অর্থবর্ষে ঘর নির্মাণের ৯০ শতাংশ কাজই অসম্পূর্ণ রয়েছে। আজ রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে একথা স্বীকার করেন জেলাশাসক পি উলগানাথন। ওই অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাতে তুলে দেওয়া হয় অ্যান্ড্রয়েড সেট ।

জেলাশাসক পি উলগানাথন বলেন, “সমব্যথী প্রকল্পে ২ কোটি টাকা রয়েছে। মুখ্যমন্ত্রী সমব্যথী প্রকল্পে গরিব পরিবারে মৃত্যুর জন্য ২০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অথচ গ্রাম পঞ্চায়েত প্রধানদের ব্যর্থতার কারণে গরিব মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলা আবাস যোজনার কাজে যেখানে গাফিলতি ধরা পড়বে সেখানে FIR করা হবে।” 

আজ ১২২টি গ্রাম পঞ্চায়েতে মোবাইল সেট দেওয়া হয়। বাকি ২২৮টি গ্রাম পঞ্চায়েতকে আগামীকাল দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিদিনের কাজের খতিয়ান আপডেট করার নির্দেশও দেওয়া হয়েছে। সেই আপডেটের উপর নাজদারি রাখা হবে রাজ্যস্তর থেকে। 

প্রকল্পের কো-অর্ডিনেটর তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “পঞ্চায়েতের কাজে অগ্রগতি আনতেই এই সিস্টেম চালু করা হল।”

পঞ্চায়েতের কাজে নজর রাখতে প্রধানদের অ্যান্ড্রয়েড মোবাইল 
পঞ্চায়েতের কাজে নজর রাখতে প্রধানদের অ্যান্ড্রয়েড মোবাইল Reviewed by Dhuliyan City on 21:57 Rating: 5

No comments:

Powered by Blogger.