লিঙ্গ পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন মহিলা কনস্টেবলের

মুম্বই, ১৯ নভেম্বর : লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছিলেন। না করে দেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। এবার হাইকোর্টের কাছে আবেদন করলেন মহারাষ্ট্র মহিলা পুলিশ কনস্টেবল ললিতা সালভি। জানালেন, তিনি পুরুষ হতেই চান।

মহারাষ্ট্রের বিড জেলার মাজালগাঁওয়ের কনস্টেবল ললিতা। বয়স ২৯। ২০১০ সালে পুলিশে কাজ করছেন। পুলিশের ডিরেক্টর জেনেরাল সতীশ মথুরের কাছে এক মাস ছুটি চান তিনি। কারণ, পুরুষ হওয়ার সার্জারি করবেন ললিতা। এক মাস পরে অফিশিয়াল কাগজপত্রও পালটাতে চান তিনি। তাঁকে পুরুষ কনস্টেবল হিসেবে পরিচয় দিতে হবে। শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে পুলিশ আধিকারিকদের। তাঁরা ললিতার এই প্রস্তাব নাকচ করে দেয় মহারাষ্ট্র পুলিশ।

এখানে থেমে থাকেননি ললিতা। তিনি হাইকোর্টে আবেদন করে। তাঁর আইনজীবীর দাবি, মুম্বইয়ের জেজে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। গত চার বছর ধরে ললিতার শারীরিক ও মানসিক পরিবর্তন হচ্ছে। একজন পুরুষের যা যা হওয়ার কথা, সেগুলো তার সঙ্গে হয়ে চলেছে। প্রত্যেক পুলিশের ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী হাইকোর্টে আবেদন করা হবে।
সরকারি কর্মীর লিঙ্গ পরিবর্তনের আবেদন নাকচ করে দেওয়ার ঘটনা নতুন নয়। মণীশ গিরিও সঙ্গেও এমন ঘটনা হয়েছে। তিনি নৌসেনা কর্মী ছিলেন। পুরুষ থেকে মহিলা হয়েছিলেন মণীশ। লিঙ্গ পরিবর্তনের পর তাঁকে বহিষ্কার করা হয়। নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, মণীশ পুরুষ কর্মী হিসেবে নিয়োজিত হয়েছিলেন। সেনা আইন লঙ্ঘন করেছেন তিনি। তাই তাঁকে বহিষ্কার করা হয়।

লিঙ্গ পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন মহিলা কনস্টেবলের লিঙ্গ পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন মহিলা কনস্টেবলের Reviewed by Dhuliyan City on 10:01 Rating: 5

No comments:

Powered by Blogger.