মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিধানসভা অভিযান প্রস্তুতি এসঅাইও -র

ধুলিয়ান১০ নভেম্বর  :- বঞ্চনা নয় মুর্শিদাবাদে একটি পূর্ণাঙ্গ   বিশ্ববিদ্যালয় দাবি চাই। এই দাবি নিয়ে  সোশ্যাল মিডিয়ায় সরব  হয়েছিলেন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া,মুুর্শিদাবাদ শাখা এবং  মুর্শিদাবাদের স্টুডেন্টের পাশাপাশি বিশিষ্ট ব্যাক্তিরা।এবার রাস্তায় নেমে  প্রতিবাদে সামিল হচেছ মুর্শিদাবাদের পড়ুয়া থেকে শিক্ষাদরদী বিশিষ্ট  জনেরা।  "বঞ্চনা নয়, মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় চাই''
এই স্লোগানকে সামনে রেখে  বিশ্ববিদ্যালয়ের দাবী নিয়ে  অান্দোলনকে  জোরদার করতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে  স্টুডেন্টস ইসলামিক অর্গানইজেশন অফ ইন্ডিয়া, মুর্শিদাবাদ শাখা । এসঅাইও-র নেতৃত্বে জেগে উঠেছে মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষ। এসঅাইও-র সংগঠনের চাচন্ড অঞ্চলের সভাপতি সামিম অাক্তার বলেন  ১০নভেম্বর থেকে   ২০ নভেম্বর পর্যন্ত চলেছে বিশেষ   প্রচার  অভিযান।এই ১০-২০শে নভেম্বর  বিশেষ প্রচার অভিযান কে কেন্দ্র করে সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে  অলিগলিতে,রাস্তা ঘাট জুড়ে  জোর কদমে চলছে প্রচার। মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ে দাবি নিয়ে বিধানসভা অভিযানে ডাক দিয়ে দেওয়াল লিখনের কাজ ও পোস্টার, হ্যান্ডবিল,ফ্লেক্স  টাঙানোর কাজ, এর পাশাপাশি সমগ্র মুর্শিদাবাদ জেলার প্রতিটি  ব্লকের প্রতিটি গ্রামে  বিশ্ববিদ্যালয়ের অান্দোলনের ঝড় তুলতে বিভিন্ন রমম পথসভা সাইকেল রালি অায়োজন করা হয়েছে।তার পরে অান্দোলনকে অারো জোর দার করতে ৯ নভেম্বর বহরমপুরে সাংবাদিক বৈঠক,মুর্শিদাবাদে সমস্ত কলেজ পিন্সিপ্যালের নিকট ডেপুটেশন প্রদান, গন স্বাক্ষর সংগ্রহ এবং বুদ্ধিজীবী সমাবেশ, সেমিনার,পথ সভা, জনসভা, মানব বন্ধন, রালি। তাঁর পরে ১৩ নভেম্বর মুর্শিদাবাদের সমস্ত কলেজে ছাএ ধর্মঘাট পালন।এর পরে ১৫-১৬ নভেম্বর    মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকের প্রতিটি গ্রামে  ঐতিহাসিক বাইক রালি । এর পর ১৭-১৮ নভেম্বর বিভিন্ন ব্লকে ট্যাবলো পরিক্রমা। তাঁর পর ২১ নভেম্বর বেলা দুটোর সময় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়াডে  জমায়েত ও সভা হবে।  এর  পর  মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের  প্রয়োজনীয়তা নিয়ে  বিধানসভায় স্মারকলিপি  দেওয়া  হবে। 'এদিন মুর্শিদাবাদ  জেলার এসঅাইও-র প্রার্তন রাজ্য সেক্রেটারি  তথা দ্যা স্কলারশ এর পিন্সিপাল   অাব্দুল্লাহিল কাফি তিনি বলেন    ছাত্র ধর্মঘট' #এসআইও-র ইতিহাসে প্রথম এবং সাহসী সিদ্ধান্ত - যা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে| 
আমার মনে হয় এই সিদ্ধান্ত অন্যান্য আর পাঁচটি দলের মত ছাত্রছাত্রীদের উপর চাপানো সিদ্ধান্ত নয়| বরং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত নায্য অধিকার আদায়ের বহিঃপ্রকাশ| ছাত্রছাত্রীদের মনের আকুতি বোঝা একটা সচেতন সংগঠনের দায়িত্ব| যার জন্য এসআইও-র নেতৃত্ব কে ধন্যবাদ জানায় | একটি সুশৃঙ্খল সংগঠনের এই আওয়াজ সত্যিই প্রাসঙ্গিক, গঠন মুলক এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রসদ| এই আওয়াজের মধ্যে রাজনৈতিক ফায়দার গন্ধ ব্যতিরেকে সততার, আন্তরিকতার দেশ গঠনের গন্ধ আছে| সুতরাং আমি মুর্শিদাবাদের সমস্ত ছাত্রছাত্রীর কাছে আহ্বান রাখব সবাই মিলে এই ছাত্র ধর্মঘট সফল করি| সরকার কে বুঝিয়ে দিই এই আন্দোলোন শিক্ষার জন্য, জনগণের অধিকার আদায়ের আর আমরা সবাই ঐক্যবদ্ধ|অন্যদিকে, এসঅাইও-র প্রার্তন রাজ্য সভাপতি তথা  ডিএন কলেছের অধ্যাপক মসিউর রহমান তিনি বলেন সারা মুর্শিদাবাদ জেলাজুড়ে একটাই আওয়াজ "বঞ্চনা নয়, মুর্শিদাবাদে বিশ্ব বিদ্যালয় চাই" গ্রাম থেকে শহর, স্কুল থেকে কলেজ, সরকারী অফিস ,আদালত থেকে চায়ের দোকান সব জায়গায় কলকাতায় বিধান সভা অভিযানের পোস্টার, দেওয়াল লিখন, কোথাও শোভা পাচ্ছে উচু তরুণ। দিকে দিকে পথসভা, জনসভা, সাইকেল রালী বা পদযাত্রা। এস আই ও র নেতৃত্বে ছাত্র জনতার সাথে জেগে উঠেছে সর্বস্তরের মানুষ।তাই এবার মুর্শিদাবাদ বাসী চাইছে বঞ্চনার নিরসন হক।

মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিধানসভা অভিযান প্রস্তুতি এসঅাইও -র মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিধানসভা অভিযান প্রস্তুতি এসঅাইও -র Reviewed by Dhuliyan City on 05:18 Rating: 5

No comments:

Powered by Blogger.