নূরফতেমা খাতুনের সাফল্যের স্বপ্ন দেখছেন গ্রামবাসিরা


সুতি ২৪ অক্টোবর :- মুর্শিদাবাদ জেলার আহিরনের মেয়ে নূরফতেমা খাতুন SAI (sports authority of India)আবাসিক শিবিরে ১৫ জনের মধ্যে নথিভুক্ত হয়েছে ।আগামী ১লাভ নভেম্বর ২০১৭ যোগদান করতে কলকাতার ‘সাই কনট্রাক্ট ‘এর উদ্যেশে রওনা দেবে।খেলাধুলোর প্রতি তাঁর আগ্রহ ছিল বরাবর হ্যান্ড বল খেলায় তাঁর এগিয়ে পেছনে অবদান রয়েছে মা মেপা বিবি ,অবদান রয়েছে নূরফতেমা স্কুল আহিরন হেমাঙ্গিনী বিদ্যায়তনে এবং স্থানীয় অন্নপূর্ণা ক্লাবের ।নিত্য অভাবের মধ্যে পিতৃহারা মেয়ে দের নিয়ে কোনও ভাবে দিনগুজরান করছেন নূরফতেমার মা।শত অভাবেও মেয়েদের পড়াশোনার সাথে খেলাধূলার প্রতি উত্সাহিত করেছেন তিনি ।মেয়ের এই এগিয়ে যাওয়া মাকে স্বভাবতই গর্বিত করেছে।তাঁর বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র ছাত্রছাত্রী সকলেই খুশি ।এলাকাবাসীও নূরফতেমার এই সাফল্যে গর্বিত ।ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করছে পরিবার ,বিদ্যালয় থেকে এলাকা বাসী সকলেই । 

ছবি ও তথ্য – কমল মজুমদার

নূরফতেমা খাতুনের সাফল্যের স্বপ্ন দেখছেন গ্রামবাসিরা নূরফতেমা খাতুনের সাফল্যের স্বপ্ন দেখছেন গ্রামবাসিরা Reviewed by Dhuliyan City on 10:43 Rating: 5

No comments:

Powered by Blogger.