বাসের ধাক্কায় পথ আরোহী মৃত্যু, উত্তেজিত জনতা সরকারি বাসে আগুন।

নিজস্ব প্রতিবেদক,মুর্শিদাবাদ ৫ অক্টোবর :- সাগরদীঘির পর আজ আবার সরকারি বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের কান্দী থানার জীবন্তি এলাকায়। মৃত ব্যক্তির নাম সজীব সেখ । সজীব  সেখ জীবন্তি থেকে বাজার করে  বাড়ি ফিরছিল। সেই সময়ে বহরমপুর থেকে কান্দী যাবার একটি বাস (WB 39A 9633) সজীব সেখকে ধাক্কা মারে। ঘটনা স্থলে মৃত্যু হয় তার।মৃত্যু কে কেন্দ্র করে  উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর বেশ কিছুক্ষন বহরমপুরে কান্দী রাজ্য সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পরে। কান্দী থানার থেকে বিড়াট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে ও যান চলাচল  করে।স্থানীয়দের অভিযোগ এই  রুটের বেশির ভাগ  বাসের চালক মদ্যপ অবস্থায় বাস চালায় ।

বাসের ধাক্কায় পথ আরোহী মৃত্যু, উত্তেজিত জনতা সরকারি বাসে আগুন। বাসের ধাক্কায় পথ আরোহী মৃত্যু, উত্তেজিত জনতা সরকারি বাসে আগুন। Reviewed by Dhuliyan City on 07:01 Rating: 5

No comments:

Powered by Blogger.