আজিমগঞ্জ এ জি হাসপাতাল ইন্ডোর পরিষেবা বন্ধ

মুর্শিদাবাদ ২৮ অক্টোবর :- মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ এ জি হাসপাতাল বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেল , ইন্ডোর চিকিৎসা ব্যবস্থা ফলে বিপাকে পরেছেন চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা। তবে ইন্ডোর পরিষেবা বন্ধ হলেও চালু আছে আউটডোর পরিষেবা। বৃহস্পতিবার থেকে চিকিৎসক এর অভাবে বন্ধ করা হয় হাসপাতালে ইন্ডোর পরিষেবা চিকিৎসা । আর এই ইন্ডোর পরিষেবা বন্ধ ফলে সমস্যায় পরেছেন এমারজেন্সী চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা । শুধু আজিমগঞ্জ নয় পার্শ্ববর্তী ব্লক সাগরদিঘি এলাকার বাসিন্দারা এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন।

সূত্রঃ অনলাইন মুর্শিদাবাদ

আজিমগঞ্জ এ জি হাসপাতাল ইন্ডোর পরিষেবা বন্ধ আজিমগঞ্জ এ জি হাসপাতাল  ইন্ডোর পরিষেবা বন্ধ
Reviewed by Dhuliyan City on 23:14 Rating: 5

No comments:

Powered by Blogger.