ধুলিয়ান ২৭ অক্টোবর :- সারা দেশের জুড়ে পালিত হচ্ছে ছট পূজা , ছট পূজার বেশি মহত্ব বুঝা যায় বিহার ও ঝাড়খণ্ডে ।
ঝাড়খন্ড ও বিহারের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ ,পশ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে মুর্শিদাবাদ জেলা হচ্ছে বিহার ও ঝাড়খণ্ডের নিকটবর্তী জেলা , মুর্শিদাবাদের বিভিন্ন ঘাটে ঘাটে পালিত হচ্ছে ছট পুজো প্রতিবছরের মত এবছরও ছট পূজার আরাধনা মেতে উঠেছে ধুলিয়ানের শহরের ভক্তরা । আজ ভোর রাত থেকেই ধুলিয়ান গঙ্গা ছট পুজোর আরাধনায় ভক্তরা হাজির বহু ভক্ত। এই দিন ভোর থেকে কুয়াশায় ঢাকা আকাশ। কুয়াশাকে উপেক্ষা করে ভক্তদের ভির লক্ষ করা যায় । ছট পুজোকে কেন্দ্র করে ছট পুজোর আনন্দে মেতেছিল আট থেকে আশি সকলেই। ভোর থেকেই ধুলিয়ান গঙ্গায় ঢাক ও বাজি পটকার আওয়াজে আনন্দে মেতেছিলেন সকলে।
সারাদিন উপবাস থেকে সুর্যস্ত্রের সময়ে ডালা ভর্তী অর্ঘ নিবেদন করা হয়। গোটা ফল ও নুন ছাড়া খাবার দেওয়া হয় কুলোর মধ্যে। আজ রাজ ভোর উপবাস থেকে সুর্য উঠার আগে আবাও গঙ্গা নদীর তীতে আবাও সবাই মিলে আসবেন এবং আরাধনা করবেন সুর্য দেবের। শুধু মাত্র হিন্দি ভাষী মানুষেরা নয় এই ছট পূজোকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের ভক্তেরা এই ছট পূজোতে সামিল হন। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন, কিন্তু সময় বদলেছে তাই বাঙালিদের মধ্যে এখন বেশ প্রভাব ফেলেছে ছটপূজা। রীতি মেনে প্রতিটি স্থানে চলছে ছটপূজা।
ভোর রাত থেকে ছট পুজোর আরাধনা ভক্তরা
Reviewed by Dhuliyan City
on
19:04
Rating:
Reviewed by Dhuliyan City
on
19:04
Rating:


