ব্রিজের দাবিতে স্কুলে ছেলেমেয়েদের পাঠানো বন্ধ গ্রামবাসী

সাগরদিঘি ১৩ সেপ্টেম্বর :- এলাকায় ব্রিজের দাবিতে স্কুলে ছেলেমেয়েদের পাঠানো বন্ধ করেছেন গ্রামবাসীরা। এমনকী ICDS সেন্টার মুখও হতে দেওয়া হচ্ছে না ছোটো ছোটো শিশুদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়েও পড়ুয়াদের স্কুলমুখী করতে না পারায় হাল ছেড়ে দিয়েছেন। গ্রামের কোনও বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না স্বাস্থ্য কর্মীদের। ব্রিজের দাবিতে স্বাস্থ্য, শিক্ষা বয়কট আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূল সদস্য। সাগরদিঘি থানার গোবর্ধনডাঙা গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়ার এই বয়কট কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় ব্লক প্রশাসন ও স্বাস্থ্যকেন্দ্রে তোলপাড় শুরু হয়েছে।
গ্রামে গিয়ে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেও কোনও ফল পাননি সাগরদিঘি ব্লকের BDO দেবব্রত সরকার। ব্রিজ তৈরির জন্য বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছেন তিনি। তাতেও কোনও সুরাহা হয়নি। স্থানীয় বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহা সমস্যার কথা মেনে নিয়ে বলেন, “আমি মৎস্য দপ্তরের মন্ত্রী থাকাকালীন ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ করে ব্রিজের শিলান্যাস করি। কাজও শুরু করা হয়েছিল। এরপরই আমাকে উদ্যান পালন দপ্তরে সরিয়ে দেওয়া হয়। মৎস্য দপ্তর টাকার অনুমোদন না করায় ব্রিজের কাজ মাঝ পথে বন্ধ হয়ে যায়। তবে আমি হাত গুটিয়ে বসে না থেকে চেষ্টা করছি।
গ্রামবাসীদের অভিযোগ, বিনোদ নালায় ব্রিজ না থাকায় এলাকার চার পাঁচটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বাঁশের সাঁকো দিয়ে পারাপারে প্রায় প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনার কবলে পড়ছে। বর্ষায় আরও কষ্ট। প্রসূতি মায়েদের নিয়ে যাওয়া সমস্যা হয়ে পড়ে। স্কুলে যাওয়ার পথে এক ছাত্রী বাঁশের সাঁকো থেকে পড়ে গেলে তার হাত ভেঙে যায়।
এবিষয়ে গোবর্ধনডাঙা গ্রাম পঞ্চায়েতের সদস্য ইস্তিয়াক আহম্মেদ ওরফে বাদশা বলেন, “সরকার না মানা পর্যন্ত এই দাবিতে আমাদের আন্দোলন চলবে। কোনওভাবেই আমরা পিছু হঠব না।
এলাকার আরেক বাসিন্দা নাজ়িরুল শেখ বলেন, “আমরা সারা জীবন কষ্ট ভোগ করে আসছি। ছেলেমেয়েদের স্কুলে না পাঠিয়ে যদি সমস্যা হাল হয় আমরা তাতেই রাজি।
বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মাওদুদ বলেন, “আমরা বাড়ি বাড়ি গিয়েও কাউকে রাজি করাতে পারিনি। প্রতিদিন স্কুলে আসছি কিন্তু কোনও ছাত্র ছাত্রী আসছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ICDS কর্মী রজবা বিবি বলেন, “খিচুড়ি রান্না করে বসে থাকছি। কিন্তু খাওয়ার জন্য কেউ এদিকে পা বাড়ায়নি গত চার দিন।

সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ

ব্রিজের দাবিতে স্কুলে ছেলেমেয়েদের পাঠানো বন্ধ গ্রামবাসী ব্রিজের দাবিতে স্কুলে ছেলেমেয়েদের পাঠানো বন্ধ গ্রামবাসী Reviewed by Dhuliyan City on 18:44 Rating: 5

No comments:

Powered by Blogger.