খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, সিভিক পুলিশের বেধড়ক পিটুনিতে ২ সাংবাদিক আহত

ডোমকল : আবারো খবর করতে গিয়ে সিভিক পুলিশের হাতে আক্রান্ত হলেন এক সাংবাদিক ও তার সহকর্মী। কোনো কারন ছাড়ায় তিন সিভিক পুলিশ রাস্তায় ফেলে এলোপাথাড়ি ভাবে লাঠি দিয়ে মারধোর করে এক সাংবাদিক ও তার সহকর্মী কে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ রানিনগর থানার সেখ পাড়া চৌরাস্তার মোড়ে।
এদিন ঈদ উপলক্ষে খবর করে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের বাইককে আটক করে ওই তিন সিভিক পুলিশ। তারা কোনো কারন ছাড়ায় বাইক থেকে কলার ধরে নামিয়ে প্রায় কয়েকশো মানুষের মধ্যে তিন দফায় তাদের কে বেধড়ক মারধোর করে। ওই তিন সিভিক পুলিশ কে সাংবাদিকতার পরিচয় তথা আই কার্ড দেখালে তারা ওই আই কার্ড ছুড়ে ফেলে দায়। তার সহকর্মী ছবি তুলতে গেলে তার মোবাইল আছড়ে ফেলে দেওয়া হয় এবং তাকেও বেধড়ক মারধর করে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে সাংবাদিক ও তার সহকর্মী। তারপর স্থানীয় বাসিন্দারা তাদের দুজন কে রানিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তারপর তাদের প্রাথমিক চিকিৎসকা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সাংবাদিক কিবরিয়া আনসারী জানিয়েছেন, ‘আমি জানি না কেন আমাকে এই ভাবে মারলো। আমার পায়ে লাঠি দিয়ে ব্যাপক মারধোর করে।
যার ফলে আমি হাটতে পারছি না। এক সিভিক আমার চোখে আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার ফলে চোখের অবস্তা খুবই খারাপ। আমার সহকর্মী কেও ব্যাপক মারধোর করার ফলে তার কান ফেটে রক্ত ঝরতে থাকে এবং সে এখন বাড়িতে বিশ্রামাধীন। তিনি আরো বলেন আমি লিখিতভাবে থানায় অভিযোগ জানিয়েছি এবং আমাকে সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন। আজ কে সিভিকদের শাস্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ জানায় ডোমকলের এস ডি পি ও কে।’
ডোমকলের এস ডি পি ও মাকসুদ হাসান বলেন, ‘আজ আমাকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কেনো সাংবাদিকদের মারা হয়েছে পুরো বিষয় টি আমরা খতিয়ে দেখছি।’ ঘটনার সত্যতা বিচার হলে তাদের কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এস ডি পি ও মাকসুদ হাসান।
সূত্রঃ নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা,
খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, সিভিক পুলিশের বেধড়ক পিটুনিতে ২ সাংবাদিক আহত খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, সিভিক পুলিশের বেধড়ক পিটুনিতে ২ সাংবাদিক আহত Reviewed by Dhuliyan City on 19:23 Rating: 5
Powered by Blogger.