২৩ টি প্যাকেটে মোড়া গাঁজার পেটি উদ্ধার ফারাক্কা

বহরমপুর ৩ সেপ্টেম্বর :- গত কাল (০৩.০৯.১৭) আনুমানিক ১২:০০ টার সময় গোপন সুত্রে খবর পেয়ে ষ্পেশাল অপরেশন গ্রুপ (SOG) এবং ফারাক্কা থানার পুলিশ যৌথ ভাবে ফারাক্কার বল্লালপুর রেল ব্রীজের কাছে বহরমপুর গামী একটি ট্রাক (WB 91/0302) কে আটক করে এবং ওই ট্রাকটি তল্লাশি করে ২৩ টি প্যাকেটে মোড়া গাঁজার পেটি উদ্ধার করা হয়,
যার ওজন ৩০৫ কেজি ৭৮০ গ্রাম। ড্রাইভার ও খালাসীকে গ্রেফতার করা হয়। ড্রাইভারের নাম জিয়ারুল সেখ এবং খালাসীর নাম সাহেব সেখ, দুজনেরই বাড়ি নবগ্রাম থানার মুকুন্দপুর গ্রামে। তাদের জিজ্ঞাসা করে জানা যায় যে ওই বিপুল পরিমান গাঁজা তারা কোচবিহারের তুফানগঞ্জ থেকে সংগ্রহ করে আনছিল এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার গাঁজা কারবারীদের কাছে পৌছে দিয়ে আসতো।
দু-জন গাঁজা কারবারীর নাম তারা পুলিশকে জানিয়েছে এবং তাদের খোঁজে পুলিশ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশী করছে।
ঊদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয় এবং ওই ড্রাইভার, খালাসী এবং তাদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে ফারাক্কা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে.

সূত্রঃ murshidabad District police
২৩ টি প্যাকেটে মোড়া গাঁজার পেটি উদ্ধার ফারাক্কা ২৩ টি প্যাকেটে মোড়া গাঁজার পেটি উদ্ধার ফারাক্কা Reviewed by Dhuliyan City on 20:02 Rating: 5
Powered by Blogger.