কিবরিয়া আনসারী,ডোমকল ১৪ সেপ্টেম্বর:- গ্যাসের তৈরি বাইক বানিয়ে চমক দিলেন মুর্শিদাবাদের এক মুসলিম যুবক আব্দুল গনী। জেলার ডোমকল থানার রঘুনাথপুর গ্রামের ওই যুবক গ্যাসের তৈরী বাইক বানিয়ে সবাইকে চমক লাগিয়ে দিয়েছেন
দীর্ঘ ১৫ বছর চেষ্টার সুফল হয়েছে আজ। পেট্রল চালিত বাইকে বায়ুমণ্ডল দুষন হচ্ছে। তারপর খরচ অনেক বেশি। গ্যাস চালিত বাইকটিতে ১ লিটার গ্যাসে ১৭৫ কিলোমিটার যাওয়া যাবে।এবিষয়ে আব্দুল গনি বলেন, এখন পেট্রল চালিত বাইকে অনেক খরচ। তাই কিভাবে কম খরচে কোনো বায়ু দূষন ছাড়া বাইক বানানো যায় তার পরিকল্পনা ১৫ বছর ধরে করে আজ সফলতা পেয়েছি। ১ লিটার গ্যাসে ১৭৫ কিলোমিটার চলবে এই বাইক। গ্যাসে কোন বিপদ নেই। গ্যাস কোনোভাবে যদি বাইরে বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে সেটি উড়ে যাবে।
ফলে আগুন লাগার সম্ভবনাও নেই। এই গাড়ি যথেষ্টই নিরাপদ। তিনি আরোও বলেন, মোম এবং খড়ি দিয়ে মেশিন বানানোর পরিকল্পনা চলছে। তবে এতেও তিনি সফল হবেন বলে আশাবাদী। আব্দুল গনির মা ফুল্টুরা বেওয়া বলেন, আমার ছেলে ছোটো বেলা থেকেই মেশিন নিয়ে মাথা খাটায়। অনেক কিছু তৈরী ও করেছে। একবার ঢাকা থেকেও আমার ছেলে কে নিতে এসেছিল এরোপ্লেন বানানোর জন্য। আমি চাই আমার ছেলে বাড়িতে থেকেই সব করুন। যদি কিছু সরকার সাহায্য করে তবে তার বিশ্বাস তার ছেলে আরো ভালো ভালো জিনিস তৈরী করবে।
দীর্ঘ ১৫ বছর চেষ্টার সুফল হয়েছে আজ। পেট্রল চালিত বাইকে বায়ুমণ্ডল দুষন হচ্ছে। তারপর খরচ অনেক বেশি। গ্যাস চালিত বাইকটিতে ১ লিটার গ্যাসে ১৭৫ কিলোমিটার যাওয়া যাবে।এবিষয়ে আব্দুল গনি বলেন, এখন পেট্রল চালিত বাইকে অনেক খরচ। তাই কিভাবে কম খরচে কোনো বায়ু দূষন ছাড়া বাইক বানানো যায় তার পরিকল্পনা ১৫ বছর ধরে করে আজ সফলতা পেয়েছি। ১ লিটার গ্যাসে ১৭৫ কিলোমিটার চলবে এই বাইক। গ্যাসে কোন বিপদ নেই। গ্যাস কোনোভাবে যদি বাইরে বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে সেটি উড়ে যাবে।
ফলে আগুন লাগার সম্ভবনাও নেই। এই গাড়ি যথেষ্টই নিরাপদ। তিনি আরোও বলেন, মোম এবং খড়ি দিয়ে মেশিন বানানোর পরিকল্পনা চলছে। তবে এতেও তিনি সফল হবেন বলে আশাবাদী। আব্দুল গনির মা ফুল্টুরা বেওয়া বলেন, আমার ছেলে ছোটো বেলা থেকেই মেশিন নিয়ে মাথা খাটায়। অনেক কিছু তৈরী ও করেছে। একবার ঢাকা থেকেও আমার ছেলে কে নিতে এসেছিল এরোপ্লেন বানানোর জন্য। আমি চাই আমার ছেলে বাড়িতে থেকেই সব করুন। যদি কিছু সরকার সাহায্য করে তবে তার বিশ্বাস তার ছেলে আরো ভালো ভালো জিনিস তৈরী করবে।
গ্যাস চালিত মোটর বাইক।
দেখুন...
গ্যাসের তৈরী বাইক বানিয়ে চমক দিলেন মুর্শিদাবাদের মুসলিম যুবক আব্দুল গনী
Reviewed by Dhuliyan City
on
19:04
Rating:
Reviewed by Dhuliyan City
on
19:04
Rating:
