পঞ্চায়েত নির্বাচনের আগে ফুটবল টুর্নামেন্ট ডোমকলে


মামুন আব্দুল কায়েম, ডোমকল, ১৪ই সেপ্টেম্বর : সামনে পঞ্চায়েত নির্বাচন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে অন্য রকমের রাজনৈতিক কৈশল নিচ্ছে শাসকদল।জন সংযোগের হাতিয়ার হিসাবে ফুটবল কে ব্যবহার করা হচ্ছে গ্রাম গঞ্জে। তারই সূত্রপাত হলো মুর্শিদাবাদের ইসলামপুর থানার পাহাড়পুরের পমাইপুরে। এদিন গত মঙ্গলবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কে ঘিরে রিতিমত উৎসাহ দেখা গেলো স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই খেলায় মুখোমুখি হয়েছিল মুর্শিদাবাদ বেঙ্গল ও নাইজেরিয়ান ফুটবল টিম। এদিন মাঠে খেলা দেখার জন্য দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। খেলার প্রথম অর্ধে গোল দিতে না পারলেও বিরতির পর মুর্শিদাবাদ বেঙ্গল ১০ মিনিটে ৩ টে গোল করে নাইজেরিয়ানদের হারিয়ে দেয়। খেলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারন সম্পাদক তথা ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন মহাশয়, ইসলামপুর থানার ও সি অঞ্জন বর্মন, ছাত্র নেতা ইমতিয়াজ কবির, কাউঞ্চিলর মাজেদুল সেখ, ক্লাবের সদস্যসহ আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
           ডোমকলের পুরপিতা সৌমিক হোসেন বলেন, জেলার ছেলেরা খেলাতে খুব আগ্রহী দেখে খুব ভালো লাগছে। খেলার মধ্য দিয়ে ছেলেরা আরো এগিয়ে যাক এটাই আমরা চাই। কৃতীবান ছেলেদের জন্য সরকারী সাহায্যের ব্যাবস্থা করা হবে বলেও জানান তিনি। এদিনের খেলার শেষে তিনি খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি ও শংসাপত্র দেওয়া হয়।

পঞ্চায়েত নির্বাচনের আগে ফুটবল টুর্নামেন্ট ডোমকলে পঞ্চায়েত নির্বাচনের আগে ফুটবল টুর্নামেন্ট ডোমকলে Reviewed by Dhuliyan City on 06:40 Rating: 5

No comments:

Powered by Blogger.