ধুলিয়ান,১২ আগস্ট : সামশেরগঞ্জ ,ধুলিয়ান ঘোষপাড়া মোড়ে যাত্রীবাহী এক টোটো উল্টে যায় । আহত হয় টোটো আরোহীরা , চারদিক থেকে সাধারণ মানুষ ছুটে আসে । সেই সব টোটোর নিচে চাপা পড়া আরোহীদের তড়িঘড়ি উদ্ধার করতে । এই দেখে ঘোষপাড়া মোড়ে উত্তেজনায় সৃষ্টি হয় । পথ আরোহী আপেল শেখ বলেন এই সবের কারন হচ্ছে একমাত্র হাইড্রেন , হাইড্রেন গুলোতে যত সব আবর্জন বদ্ধ থাকার ফলে,মেন রাস্তার জমে থাকা জল হাইড্রেন দিয়ে প্রবাহিত হতে পাচ্ছেনা । ধুলিয়ান মেন রাস্তার ছোট ছোট অনেক গর্ত আছে আমার সেই সব গর্ত দেখতে পাচ্ছিনা । রাস্তা জলমগ্ন থাকাই জলের তলায় ঢাকা পড়ে গেছে গর্ত । তাঁর জেরে আমাদের খুব অসুবিধা হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ,আমাদের এই রাস্তা ছাড়া আর অন্য কোন বিকল্প রাস্তা নেই তাই এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের যাতায়াত করতে হয় । কবে যেন প্রশাসনের চোখ খুলবে কে জানে ।
জলের তলায় টোটো ,ধুলিয়ান ।
Reviewed by Dhuliyan City
on
05:39
Rating:
Reviewed by Dhuliyan City
on
05:39
Rating:
No comments: