ধুলিয়ান ২৯ আগস্ট :- মুর্শিদাবাদ ও মালদা জেলার গঙ্গা ভাঙ্গনের সর্বস্ব হারা অসহায় মানুষদের পাশে সাহায্য হাত বাড়িয়ে দিল রোটারি ক্লাব ধুলিয়ান-ফারাক্কা ও রোটারি ডোমকল মুর্শিদাবাদ জোন ।
রোটারি ক্লাব বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন ।
গঙ্গার পার্শ্ববর্তী এলাকা মহেশপুর, মুসকিনগর (ফারাক্কা ব্লকের) এবং বীরনগর, পারলালপুর, পার অনুপনগর ,বৈষ্ণবনগর ( মালদা ) গঙ্গা ভাঙন ও বন্যা সর্বস্ব হারা প্রায় ১০০ জন পরিবারকে এদিন রোটারি ক্লাবের কিট শেল্টার বন্টন প্রোগ্রামের মধ্যমে প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়া হয় ,সেল্টার কিট ও ফুড কিট। প্রোগ্রামে উপস্থিত ছিলেন রোটারি প্রোগ্রামে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের অ্যাসিস্টান্ট গভর্নর তাপস চ্যাটার্জি, প্রেসিডেন্ট চৈতালি দাস,প্রাক্তন সাংসদ হাসনাত খান, ফারাক্কা বিডিও শ্রী শ্যামল বিশ্বাস , সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভগত ও বিশেষ ব্যাক্তিগন । রোটারি ক্লাব বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন ।
রোটারি ক্লাবের অ্যাসিস্টান্ট গভর্নর তাপস চ্যাটার্জি বলেন , আজ আমাদের সংস্থা থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ জন পরিবারকে ত্রাণ বিতরণ করা হল । সামনে আরো বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করবো । সর্বস্ব হারা এক মহিলা বলেন সরকারের কাছ থেকে সে রকম আমরা কোন সাহায্যে পায়নি । আজ এই সংস্থা আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে এই সাহায্য আমরা কোনদিন ভুলতে পারবো ।
গঙ্গা ভাঙ্গনের সর্বস্ব হারা অসহায় মানুষদের পাশে রোটারি ক্লাব
Reviewed by Dhuliyan City
on
22:32
Rating:
Reviewed by Dhuliyan City
on
22:32
Rating:

