হাইস্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকররা রাস্তায় নেমে বন্যা দূর্গতদের জন্য মানুষদের কাছে দান ভিক্ষা করেন।

সুতি ২২ আগস্ট : উত্তর বঙ্গে বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাড়াতে একটি বিশেষ ত্রান তহবিল তৈরি করে কৌটো হাতে স্কুল পড়ুয়রা। আজ মুর্শিদাবাদের সুতি ও সামসেরগঞ্জের মধ্যবতি
পঞ্চগ্রাম হাই এস এ হাইস্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকররা রাস্তায় 

পঞ্চগ্রাম হাই এস এ হাইস্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকররা রাস্তায় নেমে বন্যা দূর্গতদের জন্য মানুষদের কাছে দান ভিক্ষা করেন।
সকার থেকে বৃষ্টি মাথায় নিয়ে স্কুলের কয়েক শত ছাত্রছাত্রী ও শিক্ষকরা সুতির সাজুরমোড় থেকে নিমতিতা রেলগেট হয়ে বাংডুবি, দফাহাট কৃষক বাজার, নিমতিতা মোড় সহ গোটা অরঙাবাদ এলাকায় মিছিল করে মানুষদের সাহাষ্য চাইলেন। স্কুলের ছাত্রী নাজেরা খাতুন,সারুয়ার হোসেনরা জানান মালদা, ২ দিনাজপুর সহ গোটা উত্তর বঙ্গে ভয়াবহ বন্যায় চরম ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ও হাজার হাজার মানুষ বন্যা কবলিত হয়ে রয়েছে তাদের পাসে দাড়াতে আমরা একটি বিশেষ ত্রান তহবিল গঠন করি, বিদ্যালয়ের সব শিক্ষকদের পাশাপাশি আমরা আমাদের দুই দিনের টিপিন খাবারের সব পয়সা বন্যা দূর্গতদের জন্য দিয়েছি।সেই সাথে তাদের পাসে থাকার জন্য আমরা আমার বাবা দাদা, সহ এলাকা দোকানদার পথ চলতি মানুষদের কাছে গিয়ে দূর্গতদের জন্য সাহাষ্য ভিক্ষা করছি, তাতে বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সাথ দিয়েছে, সেই সাথে সাথ দিয়েছে নাথুলাল দাস বিএড কলেজের টেনিং প্রাপ্ত রা।মানুষরা আমাদের সব রকম ভাবে সাহষ্য করছে,আগামি কাল ও চলবে এমন ভাবে মানুষদের কাছে সাহাষ্যের জন্য যাবো আমরা।বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম কাদির বলেন আরমা নিজেরা বন্যা দূর্গতদের পাসে গিয়ে তাদের হাতে তুলে দেবো সাহষ্যর টাকা। আমরা সব রকম ভাবে যাতে দূর্গত মানুষদের মাসে দাড়াতে পারি তার জন্য এলাকার মানুষদের সাহাষ্য আবেদন করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেবুব ইশা জানান আমরা শিক্ষক রা মিলে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে একটি ত্রান তহবিল গঠন করি তার পরে আমরা ছাত্রছাত্রী রা মিলে মানুষদের দ্বারে দ্বারে গিয়ে সাহাষ্যোর কথা বলছি মানুষরা ও আমাদের কে সহযোগিতা করছে। মানুষদের কাছে যে অর্থ তোলা হচ্ছে সেই সব এবং আমরা শিক্ষক ছাত্রছাত্রী দের কাছে তোলা অর্থ একত্তিত করে তা নিয়ে বন্যা দূর্গতদের নিজেরা গিয়ে সাহষ্য করে আসবো।
সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ
হাইস্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকররা রাস্তায় নেমে বন্যা দূর্গতদের জন্য মানুষদের কাছে দান ভিক্ষা করেন।  হাইস্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকররা রাস্তায় নেমে বন্যা দূর্গতদের জন্য মানুষদের কাছে দান ভিক্ষা করেন। Reviewed by Dhuliyan City on 23:42 Rating: 5

No comments:

Powered by Blogger.