ধুলিয়ান ১আগস্ট :- ধুলিয়ান অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বার বার একই দৃশ্য দেখা গেল । বিগত কিছু দিন আগে দেখা যায় ।
অনুপনগর হাসপাতালের পর্ষাপ্ত পরিকাঠামো থাকা সত্যেও রোগিদের ঠাই হচ্ছে ফুটপাতে। রোগিদের লম্বা লাইন হাসপাতালের দোতালার রাস্তার ফুটপাতে। হাসপাতালে যত সব আবর্জনা ফেলা হচ্ছে দোতালার এক কনে ,সেই আবর্জনা ফলে হাসপাতালের এলাকা জুরে দুর্গন্ধ ছড়ায় । তপন সিংহ এক রোগীর আত্মীয় বলেন যে ভাবে দোতালায় আবর্জনা পরে আছে তা দেখে মনে হয় এটা হাসপাতাল নয় কোন আবর্জনা ফেলার জায়গা । তা থেকে যে ভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে তাঁতে রোগীরা আর অসুস্থ হয়ে পড়বেন । আমরা ভালো মানুষ দুর্গন্ধ সহ্য করতে পারছিনা, রোগীরা কি করে করতে পারবে । আমরা বারবার করে হাসপাতালে কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে জানাই , কিন্তু কর্তৃপক্ষ বলে সব ঠিক হয়ে যাবে তোমরা যাও , তার সত্তেও কিছু ঠিক হয়না । আরও দিনের পর দিন আবর্জনা বেড়েই যায় ।এমন দৃশ্য দেখে মনে হয়না এটি হাসপাতাল না কলকাতা শহরের ফুটপাত।
আমরা গরীব বলে আমাদের কথায় কেও কান দেয়না। রোগী মোড়ে বা বাচে তাদের কি আসে বা যায় ,এমন ভাবে রাস্তায় রোগিদের শুয়ে থাকা কতটা নিরাপরাত তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগির আত্মীয়রা। নজর নেই জেলা স্বাস্থ্য দফতরের। ঘটনা টি মুর্শিদাবাদের ধুলিয়ানের সামসেরগঞ্জ ব্লক হাসপাতাল অনুপনগরের।
Reviewed by Dhuliyan City
on
09:55
Rating:
No comments: