ফারুক সেখ, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ : উত্তরবঙ্গে বন্যার কারণে মুর্শিদাবাদের ৩৪ নং জাতীয় সড়কে মালদাগামী সব লরি আটকে দেওয়া হচ্ছে। ফলে আটকে পড়েছে হাজার হাজার ছোটো বড়ো লরি। শুধু মাত্র যেতে পারছে ছোটো লরি ও বাস। তাও আবার ফারাক্কা বা মালদা পর্যন্ত। যার দরুন সৃষ্টি হয়েছে সাজুড়মোড় থেকে বল্লাল পুর পর্যন্ত এক বিশাল জ্যাম্পের। দূর দুরান্তের লরি চালকগন গাড়ি নিয়ে তাদের গন্তব্যস্থানের দিকে যাওয়ার পথে হঠাত তাদের পথ আটকে যাওয়ায় সমস্যায় পড়েছেন তারা। রাস্তার উপরেই ঘুমানো থেকে শুরু করে রান্নাবান্না সবই করতে হচ্ছে তাদের। অন্যদিকে জাতীয় সড়কের উপর দিয়ে চলাচলেও ব্যাঘাত ঘটছে এলাকার সাধারণ মানুষের। তিনদিন থেকে রাস্তার উপরে আটকে থাকা এক লরি চালক বাবলু সেখ বলেন, আমরা বর্ধমান থেকে লরিতে আলু নিয়ে মালদা যাচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্য যে আমরা এসে ডাকবাংলা মোড়ে আটকা পড়ে গেলাম। এখান থেকে বেরোতে না পারলে আমাদের এক লরি আলু সব গুলোই পচে যাবে। আবার বাইরে থেকে কোনো লড়িতে মাল আসতে না পারায় সমস্যায় পড়েছেন মুর্শিদাবাদের ধুলিয়ান, বাসুদেবপুর, অরঙ্গাবাদ এলাকার ব্যবসায়ীরা।
সূত্রঃ TDN
Reviewed by Dhuliyan City
on
20:31
Rating:
No comments: