কৃষ্ণনগর, ১৮ জুলাই : এবার সিভিক ভলান্টিয়ার নিয়ে দুর্নীতির ছবি সামনে এল। তবে এই দুর্নীতি নিয়োগ নিয়ে নয়। দুর্নীতি মেডিক্যাল সার্টিফিকেট বিলি নিয়ে। অভিযোগ, মাত্র ৩০০ টাকা দিয়েই পাওয়া যাচ্ছে মেডিক্যাল সার্টিফিকেট। অভিযুক্ত কৃষ্ণনগর স্টেট জেনেরাল হাসপাতাল।
রেল পুলিশের সিভিক ভলান্টিয়ার নিয়োগ চলছে। সেই অনুযায়ী, আগামীকাল মেডিক্যাল সার্টিফিকেট জমা দেওয়ার শেষ দিন। সেই সার্টিফিকেট নিতে কৃষ্ণনগর স্টেট জেনেরাল হাসপাতালে সকাল থেকে ছিল লম্বা লাইন। লাইনে দাঁড়ানো সবারই জানা ছিল সার্টিফিকেট নিতে লাগে না কোনও পয়সা। কিন্তু এখানে এসে সেই ভুল ভাঙল। অভিযোগ, চাকরিপ্রার্থীরা লাইনে দাঁড়িয়ে থাকাকালীন তাদের কাছে আসেন সিধু বিশ্বাস নামে এক কর্মী। জানা গেছে, তিনি ডাক্তারের সঙ্গে থাকেন। তবে তিনি কোনও সরকারি কর্মী নন। তিনি এসে লাইনে দাঁড়িয়ে থাকা যুবক যুবতিদের বলেন, ৫০০ টাকা দিলেই পাওয়া যাবে ফিট সার্টিফিকেট। দিতে হবে না কোনও পরীক্ষা, হবে না কোনও চেকআপ। টাকা না দিলে আনফিট। অর্থাৎ মিলবে না সার্টিফিকেট। এ যেন ফেলো কড়ি নাও ফিট সার্টিফিকেট।
অভিযোগ জানানো হয় হাসপাতাল সুপারের কাছে
এই কথাটি যখন তিনি বলছেন তখন তাঁর পাশে দাঁড়িয়ে কয়েকজন সিভিক ভলান্টিয়ার। অর্থাৎ সিভিক ভলান্টিয়ারের পাশেই চলছে টাকা নেওয়া। দুর্নীতি। এরপর চাকরপ্রার্থীরা হাসপাতাল সুপারের কাছে যান এই বিষয়ে লিখিত অভিযোগ জানাতে। কিন্তু অভিযোগ, হাসপাতাল সুপারকে এই বিষয়ে জানালে তিনি ডেকে পাঠান সেই সিধু বিশ্বাসকে। জানতে চাওয়া হলে সিধুবাবু জানান, রক্তপরীক্ষা করতে এসেছিল ওরা। তাই টাকা চাওয়া হয়েছে।
এবার এলেন এক মহিলা। তিনি ক্যামেরার সামনে গিয়ে জানালেন ৩০০ বা ৫০০ নয়। লাগবে ১০০ টাকা। ২৫ টাকা ট্রেজ়ারিতে টিকিট করতে আর বাকিটা লাগবে সার্টিফিকেট নিতে। কিন্তু, এটা তো বিনামূল্যে দেওয়া হয়। তাহলে টাকা কেন ? পাওয়া গেল না উত্তর। তিনি কে তাও জানা গেল না।
এবার যাওয়া হল হাসপাতালের ভিতরে। সেখানে গিয়ে দেখা গেল এক ব্যক্তি বলছেন, “ধুর বোকা একটাকা দিয়ে টিকিট করতে হবে। তারপর টেস্ট করার পর মিলবে সার্টিফিকেট।” অর্থাৎ দুর্নীতি।
এই বিষয়টি CMOH তাপস রায়কে জানানো হয়। তিনি বলেন, “অভিযোগ পেয়েছি। পুরো ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্রঃ-eenadu india bangla
টাকা ফেললেই সিভিক ভলান্টিয়ারের ফিট সার্টিফিকেট !
Reviewed by khokan
on
08:56
Rating:
Reviewed by khokan
on
08:56
Rating:


No comments: