তোমাকে খুঁজেছি আমি সেদিন মেলার ভীড়ের মাঝে

কবিতার শিরোনাম

খুঁজেছি আমি

তোমাকে খুঁজেছি আমি
সেদিন মেলার ভীড়ের মাঝে
তোমাকে ভেবেছি আমি আমার
অনুভুতির প্রতিটা ভাজে

অনেক শুঁকেছি যে তোমার
ভেজা চুলের ঘ্রাণে
শ্বাসে পেয়েছি তোমার
ভালোবাসা এ প্রাণে

থেকেছি তাকিয়ে কত তোমার
ঐ কাজল নয়নে
ভালোলাগা ছুঁয়ে গেছে
আমার স্বপনে-শয়নে।

থেকেছি তাকিয়ে কত তোমার মুখপানে।
যতবার শুভদৃষ্টি তোমার নবদল মুকুর সনে
ততবার শ্যামল কচি পানপাতা সরসী লেগেছে ভারি।
সব কিছুর উন্মোচনে তোমা সনে মিলনে উন্মুখ হতে রত।
এসো প্রিয় সোহাগে করে নাও আমাকে তোমার।
কবে থেকে বসে আছি প্রতীক্ষার দিন গুনে আর পথ চেয়ে।
করে নাও নিজের।

বেসেছি আজও ভালো
তোমায় শারীর নীলে
বেচে আছি তাই যে
এক সুরে মিলে!!!!

বেসেছি আজো ভালো
তোমার আঁখিভুরুযুগল
জোরা পদ্মে টলটলে বৃষ্টির ফোঁটা
চুম্বনে সিক্ত তোমার স্পর্শে
অনির্বচনীয় রূপ দেহপাতে মোর সোহাগে।

বেসেছি আজো ভালো তোমার সোহাগের একটানা দৃষ্টি
আমার মর্মে ঢুকে এলোপাথারি আমাকে নেয় লুটে।
কি যেন খুঁজতে থাকে সন্দিহান হয়ে
চাহিদায় তব আমি ভারাক্রান্ত।
বুঝতে থেকে তোমাকে।

করেছি হাজার প্রশ্ন নির্লিপ্ত মুখপানে চেয়ে
ধেয়ে গেছে মোর অস্তিত্ব সঠিক পরিচয় জানতে চেয়ে
খুঁজতে চেয়েছি তোমায় আপনার রূপ লালসার সন্দিগ্ধ তোমার দৃষ্টিতে।
আমার শারীরিক লাবন্যের নিঃশ্বাসের খাঁজে।
তবুও হাতে অবশিষ্ট তোমার ছায়া।
তাকে ধরি ধরি করবো ভাবি ধরতে গেলে পারিনা।

অনেক শুঁকেছি তোমায় আমার নিঃশ্বাসে
চিরস্থায়ী সহবাস আমার রন্ধ্রে
সেথা মূলোচ্ছেদের শিকড়ের টান
যৌবনের প্রেমিক তোমার অশ্বের ক্ষিপ্র গতি
পেতে চাই ছোঁয়া তোমার শীতল পরশ
কবে থেকে দগ্ধ এই কায়া
শীতঘুম দাও প্রিয় তোমার দৈবকায়া
একটু জিরিয়ে নিই সোহাগের অতল স্পর্শে
বানভাসি করো বিবস্ত্র মোর শৈলছায়া।
তুমি তো রবিরশ্মি রাগে গলাবে মোর কায়া।
পায়ে পায়ে লুটাতে থাকবে মোর ছায়া।
পরিশেষে সমান্তরাল একরাশ দূরত্ব।
কিছুতেই মিলন নেই তোমাতে আমাতে।
কারন তুমি আমার কায়া।
আর আমি তোমার ছায়া।

তোমাকে খুঁজেছি আমি সেদিন মেলার ভীড়ের মাঝে তোমাকে খুঁজেছি আমি
 সেদিন মেলার ভীড়ের মাঝে Reviewed by Dhuliyan City on 08:29 Rating: 5

No comments:

Powered by Blogger.