ধুলিয়ান ২৯ জুলাই :- সামশেরগঞ্জ, দোগাছি :- রাজ্য জুরে ডেঙ্গুর প্রকোপ । ডেঙ্গুর প্রকোপে পড়তে হয়েছে সামশেরগঞ্জের প্রতিটি অঞ্চলকে ও , ডেঙ্গুর প্রকোপ নিয়ে চিন্তার ছায়া প্রসাশনের । ডেঙ্গুর প্রতিরোধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি অঞ্চলে গ্রামবাসীকে সচেতনার শিবির করা হচ্ছে। ডেঙ্গু মশা থেকে ডেঙ্গু ভাইরাস বাহিত হচ্ছে।বাড়ির আশে পাশে জমে থাকা জলে ডেঙ্গু মশা ডিম পাড়ে এবং বংশ বিস্তার হয় । সেই সব সমস্যার কথা ভেবে সামশেরগঞ্জের তথা তৃনমুলের যুব জেলা সভাপতি বিধায়ক আমিরুল ইসলাম এর উদ্দোগে দোগাছি নপাড়া অঞ্চলের কর্মীদের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধ এর কাজ চলছে । ডেঙ্গু প্রতিরোধ কাজ চলা দেখে দোগাছি নপাড়া এলাকার মানুষের বেশি না হলেও সামান্য চিন্তার ছায়া দূর হয় ।
দোগাছি নপাড়া এলাকার মানুষের বেশি না হলেও সামান্য চিন্তার ছায়া দূর হয় ।
Reviewed by Dhuliyan City
on
03:21
Rating:
Reviewed by Dhuliyan City
on
03:21
Rating:
No comments: